আজ থেকে Mastercard- এর উপর জারি নয়া নিষেধাজ্ঞা, চিন্তায় গ্রাহকরা

আজ থেকে Mastercard- এর উপর জারি নয়া নিষেধাজ্ঞা, চিন্তায় গ্রাহকরা

কলকাতা: বদলে যাচ্ছে মাস্টার কার্ডের নিয়ম৷ বৃহস্পতিবার থেকে মাস্টার কার্ড আর নয়া ডেবিড কার্ড ও ক্রেডিট কার্ড দিতে পারবে না৷ তবে যে গ্রাহকদের কাছে ইতিমধ্যেই মাস্টার কার্ড আছে তাঁদের পরিষেবা পেতে অসুবিধা হবে না বলেই আশ্বাস্ত করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এই নিষেধাজ্ঞা শুধুমাত্র নয়া ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কার্যকর হবে৷  

আরও পড়ুন- অন্য রাজ্যে খেলা হলে দেশেরই মঙ্গল, লখনউয়ে দাঁড়িয়ে হুঙ্কার সুখেন্দু শেখরের

দিন কয়েক আগেই তথ্য জমা রাখা সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য মাস্টারকার্ড এশিয়া/প্যাসিফিক প্রাইভেট লিমিটেডের (মাস্টারকার্ড) উপর  নিষেধাজ্ঞার জারি করেছিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আজ থেকেই সেই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে৷ যার জেরেই নয়া ডেবিট, ক্রেডিট বা প্রিপেড কার্ড দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়েছে মাস্টারকার্ড। প্রসঙ্গত, আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্প এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের পর তৃতীয় বড় সংস্থা এটি৷ ঠিক একই কারণের জেরে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্প এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। 

সংবাদসংস্থা রয়টার্সের সমীক্ষা অনুযায়ী, দেশের ১০০টি ডেবিট কার্ডের মধ্যে এক-তৃতীয়াংশই হল মাস্টারকার্ডের। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও তাদের আধিপত্য একই রকম৷ তবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে পুরনো মাস্টারকার্ড গ্রাহকদের কোনও সমস্যা হবে না।  তবে ব্যবসায় যে ভাটা আসবে, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ ফলে ব্যাঙ্কগুলিতে ভিসার মতো মাস্টার কার্ডের সঙ্গেই বাণিজ্যিক চুক্তি সারতে হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =