অন্য রাজ্যে খেলা হলে দেশেরই মঙ্গল, লখনউয়ে দাঁড়িয়ে হুঙ্কার সুখেন্দু শেখরের

অন্য রাজ্যে খেলা হলে দেশেরই মঙ্গল, লখনউয়ে দাঁড়িয়ে হুঙ্কার সুখেন্দু শেখরের

কলকাতা: তৃণমূলের লক্ষ্য এখন ‘মিশন ২৪’৷ সেই উদ্দেশে এবার ২১ জুলাই শুধু কলকাতায় নয়, পালিত হচ্ছে সারা দেশে৷ যোগী রাজ্যেও ২১ জুলাইয়ের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷ উত্তরপ্রদেশের ২২টি কমিশনারেটে তৃণমূল পার্টি অফিসকে ঢেলে সাজানো হয়েছে৷ বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন৷ যোগী রাজ্যে ‘খেলা’র জন্য প্রস্তুত তৃণমূল৷ 

আরও পড়ুন- ‘নাগরিকত্ব’ নিয়ে আরও চাপে নিশীথ, রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, যে রাজ্যেই যাই না কেন, জিততে যাব৷ কিছু আসন পেতে নয়৷ এদিন সুখেন্দু শেখরের গলাতেও শোনা গেল সেই প্রতিধ্বনি৷ তিনি বলেন, অন্য রাজ্যে খেলা হলে, দেশেরই মঙ্গল৷ তাঁর কথায়, ২০২৪-এ ভাল ফল করতে গেলে ঘাঁটি গাড়তে হবে উত্তরপ্রদেশের মতো রাজ্যে। প্রসঙ্গত, বাংলা ভোটের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান৷ তবে এবার বাংলা ছাড়িয়ে বেশ কয়েকটি রাজ্যেও বিজেপি বিরোধী দলগুলির কণ্ঠেও শোনা যাচ্ছে এই  স্লোগান৷ 

এদিন উত্তর প্রদেশে ২১ জুলাই পালনের পাশাপাশি আরও একটি কর্মসূচি নিয়েছে তৃণমূল৷  অক্সিজেন না পেয়ে করোনা আক্রান্তদের মৃত্যু থেকে হাথরাসের মতো ঘটনাকে সামনে রেখে বিকেল চারটেয় লখনউয়ের চৌরাহাটে মিছিল করবেন সে রাজ্যের তৃণমূল কর্মীরা। যা শহিদ দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে৷ পাশাপাশি সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের যে বোঝাপড়ার সম্পর্ক রয়েছে, তাতে আগামী দিনে আরও শক্তি বাড়িয়ে যোগী রাজ্যে ঝাঁপাতে চলেছে তৃণমূল৷ 

আরও পড়ুন- উপনির্বাচনে জোর, ভোটযন্ত্র পরীক্ষা শেষ করার ‘ডেডলাইন’ জারি

বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেই জানিয়ে দিয়েছেন আমাদের লক্ষ্য সংগঠন বিস্তার৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ শুরু করতে চলেছি। সে কারণেই উত্তরপ্রদেশে আসা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 7 =