নয়াদিল্লি: এই প্রথম দেশে লিথিয়াম খনির খোঁজ পাওয়া গিয়েছে জম্মু ও কাশ্মীরে। রেয়াসি জেলায় সালাল-হায়মানা অঞ্চলে এই খনির সন্ধান পাওয়া গিয়েছে যা মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের উৎস। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে এমনটাই। কিন্তু এখন প্রশ্ন হল এই লিথিয়ামের দাম কত? এমনিতে লিথিয়াম বেশ মূল্যবান। অন্যান্য দেশ থেকে আমদানি করায় তার দাম ভালোই পড়ে। কিন্তু এখন ভারতে এর খোঁজ মেলায় দেশের ব্যাটারি শিল্পে ‘আচ্ছে দিন’ আসবে বলে অনুমান। তাহলে জানা যাক, এই লিথিয়ামের মূল্য কত এবং তা কী ভাবে কাজে লাগানো যাবে।
আরও পড়ুন- ভাষণ দেওয়ার সময় শুনতে হল ‘আদানি…আদানি’! সংসদে কী বললেন প্রধানমন্ত্রী
একটি হিসেব অনুযায়ী, বর্তমানে ১ টন লিথিয়ামের বাজারমূল্য ৫৭.৩৬ লক্ষ টাকা। আর ভারতে পাওয়া গিয়েছে ৫৯ লক্ষ টন লিথিয়াম। সেই হিসেবে তার বাজারমূল্য ৩ লক্ষ ৩৮ হাজার ৪০ কোটি টাকা! যদিও টাকার অঙ্ক বিশ্ববাজারের হিসেবে ওঠা-নামা করতে পারে। তবে আদতে তা যে অতি মূল্যবান পদার্থ তাতে কোনও সন্দেহ থাকার কথা নয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য বলছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে বলিভিয়ায়, প্রায় ২ কোটি ১০ লক্ষ টন। বলিভিয়ার পরে যে দেশে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে, তা হল আর্জেন্টিনা, প্রায় ২ কোটি টন। এরপর আসে আমেরিকা, সেখানে লিথিয়াম আছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মৃত্যু উপত্যকায় জন্ম নিল নবজাতক! Miracle baby born under debris in Turkey-Syria earthquake” width=”560″>
তাহলে লিথিয়ামের পরিমাণে ভারত কত নম্বরে অবস্থান করছে? উত্তর সাত নম্বর। তার আগে আছে চিলি, সে দেশে রয়েছে প্রায় ১ কোটি ১০ লক্ষ টন। অস্ট্রেলিয়ায় আছে ৭৯ লক্ষ টন লিথিয়াম, এরপর অবস্থান করছে চিন, সেখানে আছে ৬৮ লক্ষ টন লিথিয়াম। সপ্তমে ভারত। উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ি কিংবা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম মূল উপাদান লিথিয়াম বেশ দামি। তাই এই খনির খোঁজ আগামী দিনের কাজ আরও সহজ করে দিল বলেই মত অধিকাংশের।