কোভিড টিকার বদলে রেবিস ভ্যাকসিন! তুলকালাম ‘বিজেপি রাজ্যে’

কোভিড টিকার বদলে রেবিস ভ্যাকসিন! তুলকালাম ‘বিজেপি রাজ্যে’

লখনউ: নিতে গিয়েছিলেন করোনার ভাইরাস প্রতিরোধকারী টিকা, টিকা কেন্দ্রে গিয়ে পেলেন রেবিসের ভ্যাকসিন! এমনই আজব ঘটনা ঘটল যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই তোলপাড় শুরু হয়েছে। কী ভাবে এই ভুল হল, টিকা কেন্দ্রের কর্মী এত দায়িত্বজ্ঞানহীন কী করে হতে পারলেন, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা, দুবার পাল্টি খেয়ে রেলিং ভেঙে ঝুলছে যাত্রীবাহী বাস

জানা গিয়েছে, শনিবার ফুলবাহারের এক টিকা কেন্দ্রে কোভিড টিকা নিতে যান শিবম আগরওয়াল নামক এক যুবক। সেখানের একটি ঘর থেকে তিনি টিকা নেন। পরে টিকার স্ট্যাটাস আপডেট করার পর তিনি জানতে পারেন যে তিনি কোভিড টিকাই নেননি! ঘটনায় তাজ্জব হয়ে গিয়ে তিনি যখন টিকা কেন্দ্রের কর্মীদের জিজ্ঞাসা করেন বিষয়টি নিয়ে তখন জানা যায়, সেখানে পাশাপাশি দুটি ঘরে কোভিড এবং রেবিসের টিকা দেওয়া হচ্ছিল। আর তাঁকে ‘ভুল করে’ কোভিড টিকার বদলে জলাতঙ্ক প্রতিরোধ টিকা দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, দুটি ঘর পাশাপাশি হওয়ায় ওই ব্যক্তি হয়তো ভুল করে রেবিস টিকার ঘরে ঢুকে পড়েছিল। কিন্তু যারা টিকা দিচ্ছেন তাদেরও সতর্ক থাকা উচিত বলে মত তাঁর। কিন্তু এখন ওই ব্যক্তির কী হবে? তাঁর কি কোনও রকম সমস্যা হবে? এই ব্যাপারে তিনি জানান যে, সাধারণত জলাতঙ্ক প্রতিরোধ টিকা শরীরের ওপর কোনও বাজে প্রভাব ফেলে না, আর ভবিষ্যতে কুকুরের কামড় খেলেও ওই ব্যক্তি জলাতঙ্ক থেকে মুক্তি পাবে। তাই আপাতত কোনও সমস্যা দেখছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =