গান্ধীনগর: কলকাতার পাশাপাশি সারা দেশজুড়ে পালিত হচ্ছে নবরাত্রি৷ আর নবরাত্রিতে গরবার অনুষ্ঠান গুজরাতে প্রসিদ্ধ৷ এই গরবার অনুষ্ঠানে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হল এক যুবকের৷ সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন- উড়ে এল জলের বোতল! গরবা অনুষ্ঠানে যোগ দিয়ে অস্বস্তিতে কেজরিওয়াল
রবিবার রাতে গুজরাতের আনন্দ জেলার তারাপুর এলাকার শিব শক্তি সোসাইটিতে এই ঘটনা ঘটেছে। মৃত ওই তরুণের নাম নাম বীরেন্দ্র সিং রমেশ ভাই রাজপুত৷ বয়স মাত্র ২১। তাঁর বাবা স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক৷ সপ্তমীর রাতে গরবার অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচছিলেন বীরেন্দ্র। সেই নাচের ভিডিয়ো করছিলেন একজন৷ ওই ভিডিয়োতেই দেখা যায়, নাচতে নাচতে আচমকা জ্ঞান হারিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে যায় ওই যুবক।
এই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু হয়েছে। মৃত্যুর এমন আকস্মিকতা দেখে আতকে উঠেছেন অনেকেই৷ এক মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে শুরু থেকেই দেখা গিয়েছিল, এক দল যুবক হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন। তাঁদের সঙ্গে কিছু কিশোর ও মহিলারাও ছিল। শেষে দেখা যায়, হঠাৎ এক যুবক নাচতে নাচতে সামনের দিকে ঝুঁকে পড়ছেন এবং টলতে টলতে কিছুটা এগিয়ে এসে মুখ থুবড়ে পড়ে যান৷ ভিডিয়োটি সেখানেই শেষ হয়ে যায়৷
#Gujarat
21 year old youth dies of #heartattack while playing #Garba pic.twitter.com/EAYSQC4Idk— Renu saklani (@RenukaSaklani) October 2, 2022
#Gujarat
21 year old youth dies of #heartattack while playing #Garba pic.twitter.com/EAYSQC4Idk— Renu saklani (@RenukaSaklani) October 2, 2022
জানা গিয়েছে, এই ঘটনার পরেই যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, পথেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু বীরেন্দ্রর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>