নেতৃত্ব তৈরি! কারা পরামর্শ দেবেন মেঘালয়ে, জানালেন মমতা

নেতৃত্ব তৈরি! কারা পরামর্শ দেবেন মেঘালয়ে, জানালেন মমতা

শিলং: মেঘালয় সফরে গিয়ে সেখানকার কর্মীদের উদ্বুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মী সম্মেলনে দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি জানালেন, রাজ্যে তৃণমূলের নেতৃত্ব তৈরি। এছাড়া সেই নেতৃত্বকে কারা পরামর্শ দেবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি আশাবাদী, তাঁর দল মেঘালয়ে ক্ষমতায় এলে নেতৃত্ব পুরোদমে সফল হবে।

আরও পড়ুন- প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, ফের শহরে আতঙ্ক

মঙ্গলবার শিলঙের সেন্ট্রাল লাইব্রেরি হলে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, মেঘালয়ের নেতৃত্ব তৈরি। তাই দল মেঘালয়ে ক্ষমতায় এলে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে পরামর্শ দেবেন। নেত্রীর কথায়, তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসা মানে মেঘালয়ের মানুষ মেঘালয় শাসন করবে। রাজ্য থাকবে তাঁদের নাগরিকের হাতেই। এই প্রসঙ্গেই বিজেপিকে একহাত নিয়ে তাঁর মন্তব্য, এতদিন ধরে বিজেপি কেন উত্তর পূর্বাঞ্চল ও মেঘালয়ের উন্নয়ন করেনি, তার জবাব দিতে হবে। তাঁর কথায়, কোনও বাইরের কেউ এসে মেঘালয় শাসন করবে না।

এছাড়া মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখরোয় বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। সেই সাক্ষাতের পর শিলঙে সেন্ট্রাল লাইব্রেরিতে যান মমতা এবং যাওয়ার পথে তাঁকে আবারও এক অন্য রূপে দেখা যায়। মেঘালয় সংস্কৃতির পরিচিত ঢোল বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া সেখানে উপস্থিত স্থানীয় জনতার সঙ্গেও কথা বলেন তিনি। আসলে ২০২৩ সালের শুরুর দিকেই ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই রাজ্যের নির্বাচনে প্রার্থী দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =