Aajbikel

প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, ফের শহরে আতঙ্ক

 | 
Fire in North Bengal’s Kumlai river, fire tenders rushed in

কলকাতা: শেষ কয়েক মাসে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহর। এই সপ্তাহের প্রথম দিন আবার সেই একই ঘটনা। এবার শহরের এক প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল। জানা গিয়েছে, এই গোডাউন ট্যাংরা অঞ্চলে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ ইঞ্জিন এবং আগুন নেভানোর পুরোদমে চেষ্টা চলছে তবে এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন- 'পোস্ট ইয়ে ব্যাপার..', শতরূপ-পহেলির বিয়ের সেলিব্রেশন চলছেই, প্রকাশ্যে নবদম্পতির ছবি

দমকল কর্মীদের অনুমান, মূলত শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আর গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে আতঙ্কের আরও বড় কারণ হল, গোটা এলাকাতেই চামড়া, প্লাস্টিক, চপ্পলের কারখানা রয়েছে এবং এলাকাটা বেশ ঘিঞ্জি। তাই আগুনের লেলিহান শিখা যে ভীষণ দ্রুত এদিক-ওদিক ছড়িয়ে যেতে পারে তা বলাই বাহুল্য। তাই আগুন লাগার কারণের বিষয়ে আগে থেকে না ভেবে আপাতত আগুন নেভানোর দিকেই বেশি নজর দিচ্ছে দমকল।

ইতিমধ্যেই আগুন অনেকটাই ছড়িয়েছে বলে খবর এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলবাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও জলের বালতি হাতে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন। আশা করা হচ্ছে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।

Around The Web

Trending News

You May like