‘সাইনবোর্ড হতে গোয়ায় আসিনি, এখানে নতুন সকাল আনব’, সৈকত শহরে বললেন মমতা

‘সাইনবোর্ড হতে গোয়ায় আসিনি, এখানে নতুন সকাল আনব’, সৈকত শহরে বললেন মমতা

পানাজি: ৩ দিনের সফরে গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সারাদিন ব্যাপী একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ ২০২২ সালে বিধানসভা ভোট রয়েছে গোয়ায়৷ সে রাজ্য এখন তৃণমূলের পাখির চোখ৷ যদিও গোয়ায় তৃণমূলতে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ করেছে বিজেপি৷ 

আরও পড়ুন- ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল ১৭ বছরের মেয়ে! গ্রেফতার ‘বাবা

২০১১ সালে যে ভাবে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, কার্যত সে ভাবেই গোয়ায় পরিবর্তনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ রাজ্যে তৃণমূলের স্লোগান, ‘এ নিউ ডন ফর গোয়া’৷ যাঁর অর্থ গোয়ার জন্য এক নতুন সকাল৷ এদিন দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মৎস্যজীবীদের সঙ্গে ও বিদ্বজ্জনেদের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷ যাবেন মাঙ্গুয়েশি মন্দিরে৷ নাগরিক সমাজের সঙ্গে কথা হবে তাঁর৷

এদিন লুইজিনহ ফালেইরোকে সঙ্গে নিয়েই বৈঠক করেন মমতা৷ দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আপনাদের বোনের মতো৷ আমি আগেও গোয়ায় এসেছি৷ গোয়া একটি সুন্দর রাজ্য৷ ১০ বছর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আমি গোয়ায় এসেছিলাম৷ কোঙ্কন রেলে অ্যান্টি কলিশন ডিভাইজ চালুর সময়ও এসেছিলাম৷ 

তাঁর কথায়, আমরা গণতন্ত্রে বিশ্বাসী৷ গোয়ায় নতুন সকাল আনতে হবে৷ বাংলার সঙ্গে গোয়ার তিনটি জিনিসে মিল রয়ছে৷ বাংলা আর গোয়ার ফুটবল আর লোক সংস্কৃতি অভিন্ন৷ মমতা বলেন, বাংলা এখন খুবই শক্তিশালী একটা রাজ্য৷ অনেকেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গোয়ায় যাচ্ছেন? একজন ভারতীয় হিসাবে আমি যে কোনও রাজ্যে যেতে পারি৷ আমি হিন্দু, মুসলিন, খ্রিস্টান না শিখ তা নিয়ে কেন প্রশ্ন উঠবে৷ আমরা ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী৷ অভিন্ন ভারতে বিশ্বাসী৷ গোয়ার আসার পর ওঁরা আমাকে কালো পতাকা দেখিয়ে অভিনন্দন জানিয়েছে৷ বদলে আমি তাঁদের হাত জোড় করে নমস্কার করেছি৷ কারণ গোয়ার মানুষ খুব শীঘ্রই তাঁদের কালো তালিকায় ফেলবে৷ 

তাঁর কথায়, তৃণমূল কখনও আপোস করে না৷ আমাদের দল কখনও বিক্রি হবে না৷ সাইনবোর্ড হওয়ার জন্য আমরা গোয়ায় আসিনি৷ বাংলায় তৃণমূল আমলে উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে ৪০ শতাংশ দারিদ্র্য কমেছে৷ বাংলায় কন্যা সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়৷ পড়ুয়াদের ট্যাব, সাইকেল দিয়ে সাহায্য করা হয়৷

গোয়ায় আসার আগে আমাদের পোস্টার বিকৃত করা হয়েছে৷ কিন্তু এসব করে লাভ নেই৷ বরং এসব করলে ভারত থেকে আপনারা মুছে যাবেন৷ আপনারা আমাদের বিশ্বাস করলে, আমরা লড়াই করতে প্রস্তুত৷ বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা তৈরি৷ গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর৷ এখানে কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =