মলপ্পুরম: সোশ্যাল মিডিয়া কী না করতে পারে! আজ যেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করা সম্ভব। তবে কেরলের মলপ্পুরমে যা ঘটল সেটা হয়তো অনেকেই কল্পনা করতে পারবে না। বাড়িতে, ঘরে বসে নিজেই নিজের সন্তানের জন্ম দিল ১৭ বছরের কিশোরী, তাও আবার ইউটিউবে দেখে! শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে। আর এই ঘটনা সামনে আসতেই পুলিশ গ্রেফতার করেছে কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে।
জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরেই নিজেকে প্রায় ঘরবন্দি রেখেছিল ওই কিশোরী। কার্যত একবারও নিজের ঘর থেকে বেরোয়নি সে। তাই ব্যাপারটা কোনও ভাবেই টের পায়নি তাঁর বাবা, মা। উলটে যখন জিজ্ঞাসা করা হত যে কেন সে নিজেকে ঘর বন্দি রাখছে, তখন কিশোরী বলত যে তাঁর অনলাইন ক্লাস চলছে, তাঁকে যেন কেউ বিরক্ত না করে! এইভাবে বেশ কয়েক দিন চলতে থাকার পর অবশেষে এদিন হঠাৎ মেয়ের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পান ওই কিশোরীর বাবা এবং মা। রীতিমত চমকে গিয়ে তখন কিশোরীর বাবা মেয়ের ঘরের দরজা খোলেন। তখন দেখেন যে, মেয়ের কোলে রয়েছে এক সদ্যোজাত! সঙ্গে সঙ্গে মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, মেয়েটির মা দৃষ্টিহীন। বাবা নিরাপত্তাকর্মী। বর্তমানে মা ও শিশু, দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।
পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, কীভাবে বাড়িতে তাঁর গর্ভবতী হওয়ার কথা বলবে তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না ওই কিশোরী। তাই নিজেই নিজের সন্তানকে জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। আর এই কাজেই সে লাগিয়েছিল ইউটিউবকে। ভিডিয়ো দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় সে। এই ঘটনাতেই পুলিশ ২১ বছরের এক যুবককে পকসো আইনে গ্রেফতার করেছে। ওই যুবক কিশোরীর প্রতিবেশী। দু’জনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।