ক্ষণিকের সাক্ষাৎ! মোদীর প্রশংসায় পঞ্চমুখ মমতা

ক্ষণিকের সাক্ষাৎ! মোদীর প্রশংসায় পঞ্চমুখ মমতা

নয়াদিল্লি: এ যেন উলট-পুরাণ! বিভিন্ন ইস্যুতে বারবার প্রকাশ্যে এসেছে কেন্দ্র-রাজ্য সংঘাত৷ আর প্রধান মুখে হিসাবে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার একটি সরকারি অনুষ্ঠান উপলক্ষে একই জায়গায় উপস্থিত হয়েছিলেন তাঁরা৷ আর অদ্ভূতভাবে এদিন উভয়ের গলাতেই শোনা গেল উল্টো সুর৷ একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন দুই মহারথী৷ সংশ্লিষ্ট সূত্রে এমনটাই দাবি করা হয়েছে৷ 

আরও পড়ুন- বিয়ের ১০ ঘণ্টার মধ্যেই উধাও কনে, খোঁজ করতে যেতেই চোখ কপালে পাত্রপক্ষের

আজ, শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন হাইকোর্টের ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দিল্লিতে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিতেই শুক্রবারই রাজধানী পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা ছিলেন নমো। অনুষ্ঠান শেষে খানিকক্ষণের জন্য দেখা হয় তাঁদের৷ জানা যাচ্ছে, সেই সময়েই নাকি প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন মমতা। মুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা শুনে খুশি হন মোদীও৷ দু’জনের মধ্যে কুশল বিনিময়ও করেন তাঁরা৷ 

প্রসঙ্গত, মমতার দিল্লি সফরকে কেন্দ্র করে নানা জল্পনা শোনা গিয়েছিল। রাজনীতির কারবারিদের একাংশ মনে করেছিল, দিল্লি সফরে গিয়ে হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। যদিও সেই সম্ভাবনা খারিজ করে মমতা নিজেই জানিয়ে দেন, সেই সম্ভাবনা নেই। তবে শনিবারের সম্মেলনের পর এদিনই কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু, তিনি আজ কলকাতায় ফিরছেন না৷ দিল্লিতেই থাকবেন। হঠাৎ কেন এই সূচি বদল, তা নিয়ে অবশ্য জল্পনা শুরু হয়েছে।