বিয়ের ১০ ঘণ্টার মধ্যেই উধাও কনে, খোঁজ করতে যেতেই চোখ কপালে পাত্রপক্ষের

বিয়ের ১০ ঘণ্টার মধ্যেই উধাও কনে, খোঁজ করতে যেতেই চোখ কপালে পাত্রপক্ষের

আগ্রা: বিয়ে একটা পবিত্র বন্ধন। সেই বন্ধন কোথাও গিয়ে অবিশ্বাসের জায়গা করে নিচ্ছে। কোথাও কোথাও এমন ঘটনা ঘটছে, মানুষ মানুষকে বিশ্বাস করতে ভয় পাবে। তেমনি একটা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। বিয়ের পরের দিন  বর ও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে তালাবন্দি করে  সমস্ত গয়না নিয়ে চম্পট দিল স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শাহগঞ্জ থানা এলাকায় এক রূপা ব্য়বসায়ীর সঙ্গে। রূপা ব্যবসায়ী  অনেকদিন ধরে বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন। দুই মাস আগে তাজগঞ্জের কারখানার এক কর্মচারী বলেন, তাঁরাও পিসির জন্য ছেলে খুঁজছেন। দুই  পরিবারের সঙ্গে যোগাযোগ। পাকা কথা হয়। পূর্ব নির্ধারিত সময় মেনে ২৫ এপ্রিল মেয়ের বিয়ে হয়। ২৫ এপ্রিল গোরক্ষপুরে পাত্র পক্ষ আসে। রীতি মেনে বিয়ে করে কনে নিয়ে আগ্রায় ফিরে যান। কিন্তু বিয়ের ১০ ঘণ্টার মধ্যে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেনি।

জানা যায় ২৬ এপ্রিল রাত ১২টা নাগাদ কনে নিঃশব্দে উঠে যান। শাশুড়ি সহ বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পাঁচিল টপকে নববধূ পালিয়ে যান। যখন আত্মীয়স্বজনরা জানতে পারেন, চোখ কপালে। বাড়ি থেকে নববধূ পালানোর সঙ্গে খোয়া গিয়েছে সব গয়না। জানা গিয়েছে, গভীর রাতে নববধূ থেকে বের হতে দেখে কলোনির প্রহরীর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে তাঁকে নববধূ হুমকি দেন বলে জানা গিয়েছে। বর ও তাঁর পরিবারের সদস্য নববধূর খোঁজ শুরু করলেও কোনও সন্ধান পায়নি। ইতিমধ্যে পাত্রপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ আশেপাশের সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =