নয়াদিল্লি: করোনা আবহে প্রায় প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম৷ এর মধ্যে খানিক স্বস্তি দিয়ে কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম৷ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০০ টাকার বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি৷ তবে অপরিবর্তিত থাকছে রান্নার গ্যাসের দাম৷ নতুন করে রান্নার গ্যাসের দাম না বাড়ায় আপাতত স্বস্তিতে মধ্যবিত্ত৷ তবে ১ জুন ভর্তুকীবিহীন গ্যাসের দাম পরিবর্তন না হলেও চলতি মাসে যে রান্নার গ্যাসের দাম বাড়বে না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই৷
আরও পড়ুন- ‘কে উনি?’, অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্যের বিরোধিতায় ‘কালো দিবস’ পালন চিকিৎসকদের
কলকাতায় বর্তমানে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৮৩৫.৫০ টাকা৷ দিল্লিতে ৮০৯ টাকা, চেন্নাইয়ে ৮২৫ টাকা এবং মুম্বইয়ে ৮২৫ টাকা৷ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও ১ জুন কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম৷ ১৯ কেজি সিলিন্ডারের দাম কমিয়েছে আইওসি৷ নয়া দাম অনুযায়ী, ১ জুন থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য গুণতে হবে ১৫৪৪.৫ টাকা৷ অর্থাৎ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ১২৩ টাকা৷ রাজধানী দিল্লিতে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ১৪৭৩.৫ টাকা৷ মে মাসে এলপিজি’র দাম ছিল ১৫৯৫.৫ টাকা৷ মুম্বইয়ে ১৫৪৫ থেকে কমে ১৯ কেজি এলপিজি’র দাম হল ১৪২২.৫ টাকা৷ চেন্নাইয়ে ১৭২৫.৫ টাকা থেকে কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৬০৩ টাকা৷
ইন্ডেনের গ্রাহকরা গ্যাস বুক করার জন্য ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করতে পারেন৷ এছাড়া হোয়াটসঅ্যাপে REFILL লিখে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে পাঠিয়ে দিন৷ তাহলেও গ্যাস বুকিং হয়ে যাবে৷ তবে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে হবে রিজিস্টার্ড নম্বর থেকেই৷