‘কে উনি?’, অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্যের বিরোধিতায় ‘কালো দিবস’ পালন চিকিৎসকদের

‘কে উনি?’, অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্যের বিরোধিতায় ‘কালো দিবস’ পালন চিকিৎসকদের

নযাদিল্লি:  অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্যে তোলপাড় চিকিৎসক মহল৷ যোগ গুরুর বিতর্কিত মন্তব্যের জেরে আজ দেশজুড়ে ‘কালো দিবস’ পালন করলেন চিকিৎসকরা৷ প্রসঙ্গত, অ্যালোপ্যাথি তথা আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রামদেব৷ আর তাঁর ‘অসংবেদনশীল ও অপমানজনক’ মন্তব্যের জন্য যোগ গুরুকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানাল চিকিৎসক সংগঠনগুলি৷

আরও পড়ুন- এশিয়ার প্রথম দৃষ্টিশক্তিহীন মাউন্ট এভারেস্ট জয়ী চিনের ঝাং হং

ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (FORDA) প্রতিবাদের ডাক দিয়ে বলে, রামদেবের মন্তব্য নিয়ে আপত্তি উঠলেও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ FORDA-র সভাপতি মনীশ বলেন, ‘‘এই প্রতিবাদ আয়ুর্বেদের বিরুদ্ধে নয়, রামদেবের বিরুদ্ধে৷ আমরা রামদেবের সঙ্গে কোনও বিতর্কে জড়াতে চাই না৷ উনি কে? উনি কোনও বিশেষজ্ঞ নন৷ রামদেব শুধুমাত্র এই প্যান্ডেমিকের মধ্যে ব্যবসা করতে চাইছেন৷’’ তিনি আরও বলেন, ‘‘চিকিৎসকরা দিন-রাত এক করে মহামারীর মোকাবিলা করছে৷ তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করছে৷ আমরা চাইব কমপক্ষে ১০ হাজার চিকিৎসক এই প্রতিবাদে সামিল হোক৷ আমরা আদালতেও যেতে প্রস্তুত৷’’ চিকিৎসকদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও৷ বলা হয়েছে চিকিৎসকরা কালো ব্যাজ পরে এর প্রতিবাদ জানাবেন৷  

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ভিডিয়ো ভাইরাল হয়৷ যেখানে রামদেবকে বলতে শোনা যায়, ‘‘অ্যালোপ্যাথি চিকিৎসা বোকামি৷ অ্যালোপ্যাথি ওষুধ খেয়েই লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন৷ তার চেয়েও বেশি মানুষ মারা যাচ্ছেন চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে৷’’ কোভিড চিকিৎসার জন্য যে সকল ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে গবেষণাই করা হয়নি বলেও দাবি তাঁর। অন্যদিকে তাঁর দাবি, গবেষণা করেই আনা হয়েছে করোনিল৷ যে ওষুধকে ভুয়ো বলা হচ্ছে৷ অপর একটি ভিডিয়োতে রামদেব বলেন, ‘‘অ্যালোপ্যাথি রোগ নিয়ন্ত্রণ করে৷ আয়ুর্বেদ রোগ নির্মূল করে৷’’

অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের এই মন্তব্যের পরই টুইট করে তা প্রত্যাহার করতে বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ প্রকাশ্যে রামদেবের সমালোচনা করেন তিনি৷ আইএমএ-র সম্মানিক মহাসচিব ডা. জয়েশ লেলে বলেন, হর্ষবর্ধন এই ঘটনায় মন্তব্য করেছেন৷ এর অর্থ বিষয়টি কেন্দ্রের নজরে আছে৷ এ বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেন, আমরা সেই অপেক্ষায় আছি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 1 =