যেন রূপকথা! লম্বা চুলে মোহময়ী অনুষ্কা, জানেন কত ফুট লম্বা তাঁর চুল?

যেন রূপকথা! লম্বা চুলে মোহময়ী অনুষ্কা, জানেন কত ফুট লম্বা তাঁর চুল?

নয়াদিল্লি:  ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’৷ তাঁর চুল দেখে মনে পড়ে যায় জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার সেই লাইনটি৷ চুল তো নয় যেন ঘন কালো অরণ্য৷ না, একেবারেই বাড়াবাড়ি করছি না৷ সত্যিই তাঁর চুল দেখলে মনে পড়ে যায় রূপকথায় রাজন্যের কথা৷ লম্বা চুলের জন্য শুধুমাত্র পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবদের কাছেই প্রশংসিত হননি তিনি৷ চুল তাঁকে করে তুলেছে বিখ্যাত৷ অক্ষরিত অর্থেই তাই৷ ৯ ফুট বা ১০.৫ ইঞ্চি লম্বা চুল রেখে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন মহারাষ্ট্রের মেয়ে আকাঙ্খা যাদব৷ 

আরও পড়ুন- আরিয়ানের সঙ্গে ছিলেন বিজেপি নেতার আত্মীয়! বিস্ফোরক দাবি এনসিপি’র

anushka
 

চুল রাখার শখ কোন মেয়ের না নেই৷ সকলেই চান লম্বা ঘন চুল পেতে৷ কিন্তু তার জন্য যে যত্নের প্রয়োজন হয়, তা করে ওঠার সময় পান ক’জনা! গতিশীল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সময় কম পড়ে যায়৷ সেখানে চুলের যত্ন নিয়ে বাড়তি চিন্তা করার সুযোগ অনেকেই পান না৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে নিশ্চিত ভাবেই ব্যতিক্রম অনুষ্কা৷ নিজের উচ্চতার চেয়েও লম্বা চুল তাঁর৷ অনুষ্কার ৯ ফুট লম্বা চুল দেখে অনেকেই হতবাক৷  

আর এই লম্বা চুলের জন্যেই লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০-২০২২-এ নাম উঠেছে আকাঙ্ক্ষার। বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারিণী তিনি৷ ২০১৯ সাল থেকে ভারতে লম্বা চুলের রেকর্ড ধরে রেখেছেন মহারাষ্ট্র থানের মেয়ে অনুষ্কা৷ এখনও পর্যন্ত তাঁর রেকর্ড ভাঙতে পারেনি কেউ৷ অনুষ্কা মনে করেন, এটা তাঁর কাছে আশীর্বাদ৷ তাঁর কথায়, ‘‘জাতীয় শিরোপা জেতার বিষয়টা নিশ্চিতভাবেই উল্লেখযোগ্য। রেকর্ড গড়ার বিষয়টি দুর্দান্ত। তবে, এর সঙ্গে পরিপূর্ণতা, অবদান এবং আবেগ আরও বেশি ভাবে জড়িয়ে।”  

চুল

আকাঙ্ক্ষা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়৷ ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নানা রকম পোজের ছবি পোস্ট করে থাকেন তিনি। যে ছবির অন্যতম ইউএসপি তাঁর লম্বা চুল৷ যা দেখে অবাক হন নেটিজেনরাও।  আকাঙ্ক্ষা জানান, লম্বা চুলের জন্য বিশ্ববাসীর কাছে তাঁর এই পরিচিতি৷ যা নিশ্চিত ভাবেই অবাক করার মতো ঘটনা। এর জন্য তিনি খুবই খুশি। কিন্তু, এত বড় চুল কীভাবে মেনটেন করেন অনুষ্কা? তিনি জানান, চুলের জন্য দিনে মাত্র ২০ মিনিট বরাদ্দ তাঁর! 

hair

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eleven =