নয়াদিল্লি: ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’৷ তাঁর চুল দেখে মনে পড়ে যায় জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার সেই লাইনটি৷ চুল তো নয় যেন ঘন কালো অরণ্য৷ না, একেবারেই বাড়াবাড়ি করছি না৷ সত্যিই তাঁর চুল দেখলে মনে পড়ে যায় রূপকথায় রাজন্যের কথা৷ লম্বা চুলের জন্য শুধুমাত্র পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবদের কাছেই প্রশংসিত হননি তিনি৷ চুল তাঁকে করে তুলেছে বিখ্যাত৷ অক্ষরিত অর্থেই তাই৷ ৯ ফুট বা ১০.৫ ইঞ্চি লম্বা চুল রেখে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন মহারাষ্ট্রের মেয়ে আকাঙ্খা যাদব৷
আরও পড়ুন- আরিয়ানের সঙ্গে ছিলেন বিজেপি নেতার আত্মীয়! বিস্ফোরক দাবি এনসিপি’র
চুল রাখার শখ কোন মেয়ের না নেই৷ সকলেই চান লম্বা ঘন চুল পেতে৷ কিন্তু তার জন্য যে যত্নের প্রয়োজন হয়, তা করে ওঠার সময় পান ক’জনা! গতিশীল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সময় কম পড়ে যায়৷ সেখানে চুলের যত্ন নিয়ে বাড়তি চিন্তা করার সুযোগ অনেকেই পান না৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে নিশ্চিত ভাবেই ব্যতিক্রম অনুষ্কা৷ নিজের উচ্চতার চেয়েও লম্বা চুল তাঁর৷ অনুষ্কার ৯ ফুট লম্বা চুল দেখে অনেকেই হতবাক৷
আর এই লম্বা চুলের জন্যেই লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০-২০২২-এ নাম উঠেছে আকাঙ্ক্ষার। বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারিণী তিনি৷ ২০১৯ সাল থেকে ভারতে লম্বা চুলের রেকর্ড ধরে রেখেছেন মহারাষ্ট্র থানের মেয়ে অনুষ্কা৷ এখনও পর্যন্ত তাঁর রেকর্ড ভাঙতে পারেনি কেউ৷ অনুষ্কা মনে করেন, এটা তাঁর কাছে আশীর্বাদ৷ তাঁর কথায়, ‘‘জাতীয় শিরোপা জেতার বিষয়টা নিশ্চিতভাবেই উল্লেখযোগ্য। রেকর্ড গড়ার বিষয়টি দুর্দান্ত। তবে, এর সঙ্গে পরিপূর্ণতা, অবদান এবং আবেগ আরও বেশি ভাবে জড়িয়ে।”
আকাঙ্ক্ষা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়৷ ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নানা রকম পোজের ছবি পোস্ট করে থাকেন তিনি। যে ছবির অন্যতম ইউএসপি তাঁর লম্বা চুল৷ যা দেখে অবাক হন নেটিজেনরাও। আকাঙ্ক্ষা জানান, লম্বা চুলের জন্য বিশ্ববাসীর কাছে তাঁর এই পরিচিতি৷ যা নিশ্চিত ভাবেই অবাক করার মতো ঘটনা। এর জন্য তিনি খুবই খুশি। কিন্তু, এত বড় চুল কীভাবে মেনটেন করেন অনুষ্কা? তিনি জানান, চুলের জন্য দিনে মাত্র ২০ মিনিট বরাদ্দ তাঁর!