আরিয়ানের সঙ্গে ছিলেন বিজেপি নেতার আত্মীয়! বিস্ফোরক দাবি এনসিপি’র

আরিয়ানের সঙ্গে ছিলেন বিজেপি নেতার আত্মীয়! বিস্ফোরক দাবি এনসিপি’র

মুম্বই: বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক কাণ্ডে ধরা পড়ার পর গোটা মুম্বই শহর তো বটেই গোটা দেশ তোলপাড়। ঘটনা যাই হোক না কেন এত দিনে রাজনৈতিক বিষয় এর ধ্যে ঢুকে পড়েছে। অনেকেই মনে করছেন যে এর পেছনে রাজনীতির খেলা রয়েছে। ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে বিজেপির দিকে আঙুল পর্যন্ত তোলা হয়েছে। অনেকের বক্তব্য আদানি বিমানবন্দরে কয়েকশো কোটি টাকার মাদক ধরা পড়ার খবর চাপা দেওয়ার জন্য এই কাণ্ড ঘটনা হয়েছে। কিন্তু এবার আরও বড় বিস্ফোরক দাবি করলেন এনসিপি নেতা নবাব মালিক। তার দাবি অনুযায়ী আরিয়ানের সঙ্গে ওই প্রমোদতরীতে ছিলেন বিজেপি নেতার আত্মীয় যাকে এনসিবি ছেড়ে দিয়েছে।

নবাবের বক্তব্য, আরিয়ান খান সহ বাকি কয়েকজনকে যখন এনসিবি গ্রেফতার করে তখন তাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতার আত্মীয়। কিন্তু এনসিবি তাদের বেরিয়ে যেতে সাহায্য করে। এই দাবি এখন হইচই ফেলে দিয়েছে সব জায়গায় কিন্তু এনসিবির তরফ থেকে দাবি করা হয়েছে, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে আবার বিজেপি জানাচ্ছে, ছবি এবং ভিডিও নকল করে এইসব দাবি করা যায় কিন্তু আদতে এই সবই ভুল এবং ভুয়ো অভিযোগ। তবে নবাব দমে যাওয়ার পাত্র নন। তিনি জোর গলাতেই বলেন, এনসিবি প্রথমে জানিয়েছিল যে কমপক্ষে ১০ জনকে গ্রেফতর করা হয়েছে। পরে দেখা যায় ৮ জন। 

উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত জেল হাজতেই থাকতে হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। কারণ শনিবার এবং রবিবার আদালত বন্ধ। তাই নিশ্চিতভাবে বলা যায় সোমবার পর্যন্ত বাড়ি ফিরতে পারবেন না আরিয়ান। গত বৃহস্পতিবার মুম্বই আদালত আরিয়ানকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। কিন্তু আশা করা হয়েছিল সপ্তাহান্তে জামিন মিলবে শাহরুখ পুত্রের। কিন্তু আপাতত সেটি হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 16 =