সময়ের আগেই শেষ লোকসভার অধিবেশন, রাজ্যসভায় কেঁদে ফেললেন বেঙ্কাইয়া

সময়ের আগেই শেষ লোকসভার অধিবেশন, রাজ্যসভায় কেঁদে ফেললেন বেঙ্কাইয়া

নয়াদিল্লি:  নির্ধারিত সময়ের আগেই শেষ বাদল অধিবেশন৷ ১৩ অগাস্ট ছিল বাদল অধিবেশনের শেষ দিন৷ কিন্তু বিরোধীদের লাগাতার বিক্ষোভে সংসদের কাজ সুষ্ঠুভাবে চালানো সম্ভব হয়নি৷ তাই সময়ের আগেই লোকসভার অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা৷ অন্যদিকে রাজ্যসভায় বিরোধীদের কর্মকাণ্ডে কেঁদেই ফেললেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ 

আরও পড়ুন – NRC ঠিক কবে থেকে লাগু? সংসদে স্পষ্ট করল কেন্দ্র

পেগাসাস থেকে শুরু করে একাধিক ইস্যুতে প্রথম দিন থেকেই লাগাতার বিক্ষোভ দেখিয়ে এসেছেন বিরোধীরা৷ ওম বিড়লা বলেন, প্রত্যাশা মতো কাজ করা সম্ভব হয়নি৷ নিরন্তর বাধা এসেছে৷ মাত্র ২১ ঘণ্টা ১৪ মিনিট কাজ হয়েছে৷ সেই জন্যেই এই সিদ্ধান্ত৷ এদিকে, মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রের আনা তিনটি কৃষি আইন খারিজের দাবিতে তুমুল হইচই হয়৷ চেয়ারম্যানের সামনে রাখা রিপোটার্স টেবিলে বসে পড়েন বিরোধী দলের নেতারা৷ এখানেই শেষ  নয়৷ স্লোগান দেওয়ার সময় ডেপুটি চেয়ারম্যান ভুবনেশ্বর কলিতার দিকে বিধি নিষেধের ফাইল ছুড়ে মারেন এক সাংসদ৷ এই ঘটনায় চরম ক্ষুব্ধ বেঙ্কাইয়া নাইডু৷ তিনি বলেন, ‘‘মঙ্গলবার গণতন্ত্রের পবিত্র স্থানে যে ঘটনার সাক্ষী থাকলাম, তার ভবিষ্যত পরিণাম ভেবে আমি সত্যই ভীত৷’’ 

আরও পড়ুন- ‘উজ্জ্বলা ২’-এর সূচনা, গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদীর

১৯ জুলাই শুরু হয় সংসদের বাদল অধিবেশন৷ প্রথম দিন থেকেই পোগাসাস নিয়ে সরব হন বিরোধীরা৷ পাশাপাশি পোট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, কৃষি আইন তো ছিলই৷ বিরোধীদের তাণ্ডবে দফায় দফায় মুলতুবি হয়েছে দুই কক্ষের অধিবেশন৷ কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পেগাসাস বিবৃতির কাগজ ছিনিয়ে তা ছিঁড়ে সাসপেন্ড হন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ পরে আরও ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *