বীর সেনা জওয়ানদের সম্মানে প্রদীপ জ্বালানোর আর্জি নমোর

বীর সেনা জওয়ানদের সম্মানে প্রদীপ জ্বালানোর আর্জি নমোর

নয়াদিল্লি: দেশ মায়ের রক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরায় রয়েছেন সেনা জওয়ানরা৷ দেশের এই সেনা জওয়ানদের সম্মান জানাতে সকল দেশবাসীকে নিজেদের ঘরে দীপাবলির প্রদীপ জ্বালানোর আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুক্রবার প্রাক দীপাবলি সন্ধ্যায় এই আর্জি জানান তিনি৷ 

আরও পড়ুন- LOC-তে পাক সেনার গুলিবর্ষণ, এবারও কি রীতি মেনে সীমান্তে দীপবলি পালন করবেন নমো?

এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই দেওয়ালিতে চলুন সেনাদের স্যালুট জানাতে প্রদীপ জ্বালাই৷ তাঁরা যে সাহসিকতার সঙ্গে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন, তা বর্ণনা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়৷ তাঁদের পরিবারের প্রতিও আমরা কৃতজ্ঞ৷’’  সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমাদের দেশের বীর জওয়ানদের কথা মনে রাখতে হবে, যাঁরা উৎসবের এই আনন্দঘন মুহূর্তে সীমান্তকে আগলে রেখেছেন৷ ভারত মাতার সেবায় নিজেদের সঁপে দিয়েছেন৷ দেশকে রক্ষা করছেন৷ তাঁদের স্মরণ করেই এই উৎসব পালন করতে হবে৷ ভারত মায়ের এই বীর সন্তানদের কথা স্মরণ করে বাড়িতে একটি প্রদীপ জ্বালাতে হবে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমি বীর সেনাদের বলতে চাই, আপনারা  সীমান্তে রয়েছেন ঠিকই৷ কিন্তু সারা দেশ আপনাদের সঙ্গে আছে৷ আপনাদের জন্য প্রার্থনা করছে৷ আমি সেই পরিবারকে প্রণাম জানাই, যাঁদের ছেলে-মেয়েরা আজ সীমান্তে রয়েছে৷’’ 

আরও পড়ুন- বিনা প্ররোচনায় গোলাবর্ষণ, ভারতের জবাবি গুলিতে হত ৮ পাক সেনা

প্রধানমন্ত্রীর এই আবেদনের পর বিজেপি’র তরফেও দেশবাসীর কাছে প্রদীপ জ্বালিয়ে ছবি পোস্ট করার আর্জি জানানো হয়েছে৷ দলের তরফে বলা হয়, ‘‘এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ অভিযানের উদ্বোধন করেছেন৷ যার মধ্যে দিয়ে আমরা আমাদের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে পারি৷ #Salute2Soldiers  লিখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করুন৷’’ 

প্রসঙ্গত, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক রেঞ্জার্সের গুলি বর্ষণের দিনই দেশবাসীর উদ্দেশে এই বার্তা দিলেন নমো৷ এদিনের ঘটনায় তিন সেনা জওয়ান শহিদ হয়েছেন৷ প্রাণ হারিয়েছেন চার সাধারণ নাগরিক৷ অন্যদিকে ভারতের জবাবি গুলিতে ৮ পাক সেনার মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =