টুইটারের মানচিত্রে চিনের অংশ লেহ, সতর্ক করল ভারত

টুইটারের মানচিত্রে চিনের অংশ লেহ, সতর্ক করল ভারত

নয়াদিল্লি: লাদাখের সবচেয়ে বড় শহর লেহ-কে চিনের মানচিত্রে দেখিয়ে বিতর্কে টুইটার৷ লাদাখ এবং জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ কিন্তু লেহ-র অবস্থান চিনে দেখাচ্ছে টুইটার লোকেশন সার্ভিস। এই ঘটনায় বেজায় ক্ষিপ্ত নয়াদিল্লি৷ টুইটার কর্তৃপক্ষকে সতর্ক করে দিল কেন্দ্র৷ 

আরও পড়ুন- উলটপুরান! এবার স্বামীকে ভরণপোষণ জোগাবেন স্ত্রী, নির্দেশ আদালতের

টুইটারের সিইও জ্যাক ডোর্সেকে একটি কড়া চিঠিও পাঠিয়েছে কেন্দ্র৷  মানচিত্রের ভুল উপস্থাপনার কোনও ভাবেই যে মেনে নেওয়া হবে না, চিঠিতে সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ সেইসঙ্গে ভারতীয় নাগরিকদের সংবেদনশীলতার প্রতি সম্মান জানানোর কথাও উল্লেখ করা হয়েছে৷ কেন্দ্রের তরফে এই চিঠিটি পাঠিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব অজয় সাহানি৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ টুইটারের মতো একটি সংস্থা ভুল বার্তা পৌঁছে দিলে, মানুষের মনে তার খারাপ প্রভাব পড়বে৷ সোশ্যাল মিডিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে৷’’ 

কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের হেডকোয়ার্টার লেহ৷ কিন্তু সম্প্রতি লেহকে চিনের অংশ বলে দেখায় টুইটার৷ জানা গিয়েছে, কেন্দ্র টুইটারকে জানিয়েছে, সোশ্যাল মিডিয়া জায়েন্টের ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার অবমাননা করার প্রচেষ্ট গ্রহণযোগ্য নয়’ এবং তা বেআইনি৷ টুইটারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাহানি৷ লাদাখ সীমান্তে ভারত ও চিনের উত্তেজনার মধ্যে টুইটারের এই মানচিত্র নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে৷

আরও পড়ুন- রাজ্য সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই, নয়া পদক্ষেপ মহারাষ্ট্রে

গত মে মাস থেকেই উত্তেজনার পারদ চড়ছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়৷ ১৫ জুন গালওয়ান উপত্যকায় দু’দেশের রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় জওয়ান৷ এর পরেও একাধিকবার সীমান্তে আগ্রাসী পদক্ষেপ করেছে লাল ফৌজ৷ সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় বৈঠকেও মেলেনি রফা সূত্র৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিপুল সেনা নিয়োগ করেছে চিন৷ ভারতও জবাব দিতে প্রস্তুত৷ শীতের আগেও লাদাখ সীমান্তে পৌঁছে গিয়েছে শীতের পোশাক৷ রয়েছে সেনা ও যুদ্ধ সরঞ্জাম৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *