উলটপুরাণ! এবার স্বামীকে ভরণপোষণ জোগাবেন স্ত্রী, নির্দেশ আদালতের

উলটপুরাণ! এবার স্বামীকে ভরণপোষণ জোগাবেন স্ত্রী, নির্দেশ আদালতের

63eb8ab2e02af54cba7cab7b01f73ec8

নয়াদিল্লি: বিবাহ বিচ্ছেদের পর সাধারণত স্বামীর কাছ থেকে খোরপোশ পেয়ে থাকেন স্ত্রীরা৷ কিন্তু এবার ঘটল উলটপুরাণ৷ একচি মামলায় স্বামীকে মাসে ১০০০ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিল আদালত৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন মোতাবেক স্ত্রীর কাছে ভরণপোষণ দাবি করে জয়ী হলেন এক ব্যক্তি। 

আরও পড়ুন- রাজ্য সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই, নয়া পদক্ষেপ মহারাষ্ট্রে

স্ত্রীর কাছে ভরণপোষণ বাবদ অর্থ চেয়ে উত্তরপ্রদেশের মুজফফরপুরে একটি পরিবার আদালতে মামলা করেছিলেন জনৈক এক ব্যক্তি৷ এই মামলায় শুনানির সময় আদালত তাঁর পক্ষেই রায় দেয়৷ আদালত জানায়, তাঁকে মাসে ভরণপোষণ বাবদ ১০০০ টাকা করে দিতে হবে তাঁর স্ত্রীকে৷ জানা গিয়েছে, বহু বছর ধরেই আলাদা থাকেন তাঁরা৷ ২০১৩ সালে উত্তরপ্রদেশ পরিবার আদালতে হিন্দু বিবাহ আইন ১৯৫৫ এর অধীনে স্ত্রীর কাছ থেকে প্রতারিত হওয়ার অভিযোগে একটি আবেদন করেন৷ সেইসঙ্গে স্ত্রীর কাছ থেকে ভরণপোষণের অর্থও দাবি করেন তিনি৷ বুধবার পরিবার আদালতের বিচারক তাঁর দাবি মঞ্জুর করে জানান, ওই ব্যক্তির স্ত্রী কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী৷ মাসে ১২ হাজার টাকা পেনশন পান। সেখান থেকেই স্বামীকে ভরণপোষণ ভাতা দিতে হবে বলে৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, স্বামীকে মাসে ১০০০ টাকা করে ভরণপোষণ বাবদ ভাতা দিতে হবে তাঁকে৷ এই টাকা দিতে কোনও সমস্যা হওয়ার কথা নয় তাঁর৷  

আরও পড়ুন- ‘বিনামূল্যে ভ্যাকসিন শুধু বিহারে?’ নির্বাচনী ইস্তেহার ঘিরে বিরোধীদের নিশানায় বিজেপি

কয়েকদিন আগে এক ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট৷  সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁদের ১৫০ পাতার রায়ে জানিয়েছিল, শুধু স্বামী নয়, স্বামীর পৈতৃক সম্পত্তির উপরেও অধিকারও আছে পুত্রবধূর৷ গার্হস্থ্য হিংসার কারণে কোনও পুত্রবধূকে বিতাড়িত করা হলেও, শ্বশুরবাড়ির সম্পত্তির উপর তাঁর অধিকার থাকবে৷ বাড়ির মালিক তাঁর শ্বশুর কিম্বা শাশুড়ি হলেও পুত্রবধূ তাঁর অধিকার থেকে বঞ্চিত হবে না৷ এছাড়াও মামলা চলাকালীন শ্বশুরবাড়িতেই থাকতে পারবেন পুত্রবধূ৷ শ্বশুরবাড়িতে থাকাটা পুত্রবধূর অধিকার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *