পাটনা: এবার ভোট রাজনীতিতেও সুপরিকল্পিত ভাবে ঢুকে গেল করোনা৷ রাজনীতির রণাঙ্গনে অন্যতম অস্ত্র হয়ে উঠল ভ্যাকসিন৷ বিহারে বিজেপি’র ইস্তেহারে প্রত্যেক রাজ্যবাসীকে দেওয়া হল বিনামূল্যে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি৷ তবে পদ্ম শিবিরের এই পদক্ষেপে ব্যাপকভাবে বিতর্কের ঝড় উঠেছে৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেও সুর চড়িয়েছেন বিরোধীরা৷
আরও পড়ুন- ‘দেশের উন্নতিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য’, অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা মোদীর
বৃহস্পতিবার বিহার নির্বাচনের ইস্তেহার প্রকাশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘কোভিড-১৯ টিকা বিপুল পরিমাণে উৎপাদন শুরু হলেই, বিহারের প্রতিটি মানুষকে বিনামূল্যে তা দেওয়া হবে৷ এটাই আমাদের ইস্তেহারে উল্লিখিত প্রথম প্রতিশ্রুতি৷’’ সারা বিশ্বজুড়েই চলছে করোনা টিকা তৈরির প্রতিযোগিতা৷ ব্যতিক্রম নয় ভারতও৷ তবে এই প্রথম কোনও টিকা, যা নিয়ে এখনও কাজ চলছে, তা জায়গা পেল নির্বাচনী ইস্তেহারে৷
বিজেপি’র ইস্তেহার প্রকাশের পরই ময়দানে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তিনি টুইট করে বলেন, ‘‘কী ভাবে দেশে করোনা ভ্যাকসিন দেওয়া হবে সবে মাত্র সেই কৌশল ঘোষণা করেছে সরকার৷ দয়া করে রাজ্য ভিত্তিক নির্বাচনের সময়সূচি উল্লেখ করে দিন, যাতে বোঝা যায়, কোন রাজ্য কবে বিনামূল্যে টিকা পেতে চলেছে৷ সবটাই মিথ্যে প্রতিশ্রুতি৷’’
বিজেপি’কে একহাত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও৷ তিনি বলেন, ‘‘অ-বিজেপি রাজ্যগুলির কী হবে? যে সকল রাজ্য বিজেপি’কে ভোট দেবে না, তারা কি বিনামূল্যে টিকা পাবে না?’’ এই বিষয়ে বিহারে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকেও প্রশ্ন করা হয়েছিল৷ উত্তরে তিনি বলেন, ‘‘সারা বিশ্বজুড়ে করোনা টিকা তৈরির কাজ চলছে৷ একবার টিকা তৈরি হয়ে গেলেই তা বিতরণের বিষয়ে বিস্তৃত পরিকল্পনা তৈরি করা হবে৷ প্রতিটি রাজ্যই বিনামূল্যে টিকা পাবে৷’’ তবে তাঁর এই মন্তব্যে বরফ গলেনি৷ টুইট করে কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর বলেন, ‘‘আপনি আমাকে ভোট দিন, আমি আপনাকে ভ্যাকসিন দেব… কী ভয়াবহ বিষয়!’’
আরও পড়ুন- ‘নারীদের দুর্গার মতো সম্মান করতে হবে’! বোধনে নারীশক্তির জয়গান মোদীর
প্রতিবাদ এসছে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকেও৷ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওরম আবদুল্লা বলেন, ‘‘বিজেপি কি দলের ট্রেজারি থেকে ভ্যাকসিনের খরচ মেটাবে? আর যদি সরকারের কোষাগার থেকে খরচ করা হয়, তাহলে কী ভাবে শুধুমাত্র বিহার বিনামূল্যে ভ্যাকসিন পেতে পারে৷ বাকি রাজ্যগুলিকে কেন এর জন্য ব্যয় করতে হবে?’’ এই বিতর্কের মাঝেই শশী থারুরের টুইটের জবাব দেন বিজেপি নেতা ভূপিন্দর যাদব৷ তিনি বলেন, ‘‘নির্মলা সীতারণের বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷ যা হতাশার সৃষ্টি করছে৷ ন্যূনতম টাকায় প্রত্যেক ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে৷ রাজ্যগুলি তা বিনামূল্যে দিতে পারে৷ বিহারে ক্ষমতায় এলে, আমরা সেটাই করব৷’’