লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, হতে পারে পাঁচ বছরের জেল

লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, হতে পারে পাঁচ বছরের জেল

ভোপাল: কর্ণাটক ও হরিয়ানার পথে এবার ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনতে চলেছে মধ্যপ্রদেশ৷ কয়েক সপ্তাহ আগেই ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে আইন আনার কথা ঘোষণা করেছিল কর্ণাটক ও হরিয়ানা৷ এদিন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, এই সমস্যা সমাধানে খুব শীঘ্রই কড়া আইন আনতে চলেছে রাজ্য৷ 

আরও পড়ুন- কত কাটায় বিক্রি হবে করোনা টিকা? শুরু আন্তর্জাতিক প্রতিযোগিতা

‘লাভ জিহাদ’-এর মোকাবিলায় সম্ভবত আসন্ন বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনা হবে৷ এই অপরাধের জন্য পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের প্রস্তাব করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে৷ এই ঘটনায় সহযোগী ব্যক্তিকেও প্রধান অভিযুক্তের মতোই অপরাধী হিসাবে গণ্য করা হবে৷’’ বিয়ের জন্য ধর্মান্তরকরণ করতে হলে এক মাস আগে কালেক্টরের কাছে আবেদন করতে হবে বলেও জানান তিনি৷ 

চলতি বছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার সংসদকে জানায় ‘লাভ জিহাদ’ শব্দটি বিদ্যমান কোনও আইনে সংজ্ঞায়িত হয়নি৷ এই বিষয়ে কোনও কেন্দ্রীয় এজেন্সি কোনও রিপোর্ট দেয়নি৷ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রথমবার আনুষ্ঠানিক ভাবে বিয়ের জন্য জোড় করে  ধর্মান্তরিত করার বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল৷ তবে গত ৬ নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ‘লাভ জিহাদে’র নাম ধর্মান্তরকরণ রুখতে  আইন আনার কথা ঘোষণা করেন৷ একই দিনে এর বিরুদ্ধে আইন আনার কথা ঘোষণা করেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ৷ এই বিষয়ে হিমাচলপ্রদেশ প্রশাসনের থেকে তথ্যও চান তাঁরা৷ প্রসঙ্গত, গত বছর জোড় করে বিয়ে ও ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছিল হিমাচলপ্রদেশ বিধানসভায়৷ 

আরও পড়ুন- বর্ষীয়ান শিখ নেতাকে কেন প্রধানমন্ত্রী করেছিলেন সোনিয়া? বিস্ফোরক ওবামা

গত সেপ্টেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্ট ক দম্পতির করা একটি মামলার রায় ঘোষণার সময় জানিয়েছিল, বিয়ের জন্য ধর্মান্তকরণ গ্রহণযোগ্য নয়৷ বিয়ের তিন মাস পর পরিবারে অন্যান্য সদস্যদের থেকে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ওই দম্পতি৷ বিয়ের মাত্র দু’দিন আগে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন ওই মুসলিম মহিলা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =