মেয়ের যৌন হেনস্তার প্রতিবাদ করায় বাবাকে খুন! হাথরসের ঘটনায় আক্রমণাত্মক কাকলি

মেয়ের যৌন হেনস্তার প্রতিবাদ করায় বাবাকে খুন! হাথরসের ঘটনায় আক্রমণাত্মক কাকলি

 

লখনউ: এক যুবতীর যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল গৌরব শর্মা নামে এক যুবকের বিরুদ্ধে। যুবতীর বাবা থানায় অভিযোগ দায়ের করার পর সে গ্রেফতার হয়। তবে জামিনে ছাড়া পেয়ে সেই যুবতীর বাবাকে গুলি করে খুন করল সে! ঘটনা সেই উত্তরপ্রদেশের হাথরসের। এই ঘটনায় ফের একবার বিজেপিকে কাঠগড়ায় তুলে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। খবরের ঘটনার টুইট করে ভারতীয় জনতা পার্টিকে ব্যাপক আক্রমণ করেছেন তিনি।

আরও পড়ুন – ‘রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে ভারত?’ মোদীকে তীব্র আক্রমণ মিমির

টুইটে কাকলি জানাচ্ছেন, “আবার একটা হাথরস! বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে একের পর এক মারাত্মক ঘটনা সামনে আসছে। রাজ্যে আইন-শৃংখলার কোন ব্যবস্থা নেই তাই জন্য ভূক্তভোগী হচ্ছেন উত্তরপ্রদেশের সাধারণ মানুষ। আর এদিকে যোগী আদিত্যনাথ বাংলায়??” এই মন্তব্য করে হ্যাশট্যাগ দিয়ে কাকলি লিখেছেন, ‘বিজেপি হটাও, বেটি বাঁচাও’। প্রসঙ্গত এই ঘটনায় ইতিমধ্যেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, ২০১৮ সালে গৌরবের বিরুদ্ধে নিজের মেয়ের যৌন হেনস্থার অভিযোগ করেন বাবা। পরবর্তী সময়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। তবে কয়েক মাসের মধ্যেই জামিন পেয়ে যায় সে। যৌন হেনস্তার ঘটনায় নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল। গতকাল বিকেলে এক মন্দিরের সামনে দুই পরিবারের বচসা শুরু হলে ওই তরুণীর বাবাকে গুলি করে খুন করে গৌরব।

 

আরও পড়ুন  – বড় খবর: ব্রিগেডে মোদীর হাত ধরে BJP-তে সৌরভ? জোর জল্পনা শুরু

এই ঘটনায় ইতিমধ্যে ওই তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সে নিজের বাবার খুনের বিচার চেয়ে চিৎকার করছে। একই সঙ্গে নিজের যৌন হেনস্থা হওয়ার কথা বলছে সে। উল্লেখ্য, কয়েক মাস আগেই উত্তরপ্রদেশের এই একই এলাকায় ৪ উচ্চবর্ণের যুবকের বিরুদ্ধে এক তরুণী গণধর্ষণের অভিযোগ উঠেছিল। উত্তরপ্রদেশ পুলিশ মাঝ রাতে ওই দলিত তরুণীর দেহ সৎকার করে দেয়, যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এখন আবার সেই হাথরসেই যৌন হেনস্থায় অভিযুক্ত যুবক খুন করল অভিযোগকারীকে। সব মিলিয়ে একই ধরনের ঘটনায় বারবার কলঙ্কিত হচ্ছে যোগী আদিত্যনাথ তথা বিজেপির উত্তর প্রদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =