Aajbikel

'আপকো হিন্দি নহি আতি?' বিচারকের প্রশ্নে অনুব্রতর উত্তর, মুচকি হাসল এজলাস

 | 
অনুব্রত

নয়াদিল্লি: গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি। কিন্তু তাঁকে জেরা করার সময়ে বিপদে পড়েছে তারা। কারণ অনুব্রত দাবি করেছেন যে তিনি বাংলা ছাড়া অন্য কোনও ভাষা জানেন না। হিন্দি বা ইংরেজি জানেন না, এমনকি বাংলা বলতে পারলেও লিখতে পারেন না! তাই তাঁকে জেরা করতে, বয়ান লেখাতে ফাঁপরে পড়ছে ইডি। তবে এই ইস্যু নিয়ে আদালতে অন্য ঘটনাই ঘটল। 

আরও পড়ুন- দিল্লিতেও অনুব্রতকে লক্ষ্য করে 'গরুচোর' স্লোগান, অস্বস্তিতে তৃণমূল নেতা

বিশেষ সিবিআই আদালতে অনুব্রতর মামলার শুনানি চলাকালীন বিচারক তাঁকে প্রশ্ন করেন, 'আপকো হিন্দি নহি আতি?' তৃণমূল নেতার দাবি অনুযায়ী এই প্রশ্ন বুঝে তিনি উত্তর দিতে পারতেন না। কিন্তু হিন্দি প্রশ্ন শুনে অনুব্রত উত্তরে বলেন, 'নহি'। এরপর বিচারকের আরও প্রশ্ন, 'স্রিফ বাংলা আতি হ্যায়?' তারও জবাব দিয়ে অনুব্রত বলেন, 'হ্যাঁ'। ব্যস, এতেই এজলাসে সকলেই মুচকি হাসেন। সকলেই হয়তো এটাই ভেবেছেন যে, অনুব্রত যদি হিন্দি নাই জানেন তাহলে প্রশ্ন শুনে উত্তর দিলেন কী ভাবে। কিন্তু এসব নিজে ভাবছেন না অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে তিনি আদালতে বেশিরভাগ সময়ই 'ঝিমিয়ে' থাকেন। অন্য ভাষায় প্রশ্ন করা হলে ইডি-র বাঙালি অফিসারের দিকে তাকিয়ে থাকেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা থেকে জেরা শুরু করে ইডির। সূত্রের খবর, লিখিতভাবে বয়ান রেকর্ড করাই নিয়ম রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অর্থাৎ যাঁদের বয়ান রেকর্ড করা হচ্ছে তাঁদের লিখিত আকারে প্রশ্ন দেন ইডি আধিকারিকরা৷ সেই প্রশ্নের উত্তর লিখিতভাবেই দিতে হয় তাঁদের। কিন্তু অনুব্রতর ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। অনুব্রত ইডি আধিকারিকদের জানিয়েছেন, তিনি কোনও প্রশ্নের উত্তর লিখিত ভাবে দিতে পারবেন না। কারণ তিনি লিখতেই জানেন না৷ শুধু সইটুকু করতে পারেন।

Around The Web

Trending News

You May like