Aajbikel

জামা মসজিদে আর একা প্রবেশ করতে পারবেন না মেয়েরা! কারণও জানাল কর্তৃপক্ষ

 | 
জামা মসজিদ

 নয়াদিল্লি:  এবার থেকে আর মসজিদে একা প্রবেশ করতে পারবেন না মহিলারা৷ এমনই নির্দেশিকা জারি করেছে দিল্লির জামা মসজিদ৷ এদিকে, এই খবরকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে৷ 

আরও পড়ুন- নির্বাচন কমিশনারের নিয়োগে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের! সমস্ত নথি তলব


বিষয়টি জানতে পেরেই দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি পাঠিয়েছেন৷  মসজিদে মহিলাদের একা প্রবেশাধিকার খর্ব করা নিয়ে সেখানে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি টুইটা করে স্বাতি লিখেছেন, ‘‘জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত একেবারেই সঠিক নয়। এক জন পুরুষের যেমন উপাসনার অধিকার রয়েছে, তেমনই এক জন নারীরও সেই অধিকার আছে। আমি জামা মসজিদের ইমামের উদ্দেশে একটি নোটিস পাঠিয়েছি। উপাসনা কেন্দ্রে নারীদের এ ভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই।’’


এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে জামা মসজিদের জনসংযোগ কর্মকর্তা সাবিউল্লাহ খান বলেন, ‘‘মসজিদে মহিলাদের প্রবেশের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷ শুরু বলা হয়েছে তাঁরা আর একা আসতে পারবেন না। মেয়েরা মসজিদে ছেলেদের সঙ্গে দেখা করার জায়গা বানাচ্ছে, মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিয়ো শুট করা হচ্ছে, এমনকী নাচও করা হচ্ছে। এই সব কাজ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’  

Around The Web

Trending News

You May like