দেশে এই প্রথম, বাবা-মা হচ্ছেন রূপান্তরকামী জাহাদ-জিয়া! কী ভাবে সন্তানধারণ করল এই জুটি?

দেশে এই প্রথম, বাবা-মা হচ্ছেন রূপান্তরকামী জাহাদ-জিয়া! কী ভাবে সন্তানধারণ করল এই জুটি?

তিরুবনন্তপুরম: নারী শরীরে পুরুষসত্তা, কিংবা পুরষ শরীরে নারীসত্তা নিয়ে বেঁচে রয়েছে বহু মানুষ৷ কখনও আবার তাঁরা নিজেদের শরীরে লুকানো সত্তাকে বাস্তব রূপ দিতে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন৷ এর পর দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে  আবিষ্কার করেন মনের আড়ালে লুকিয়া থাকা সেই রূপকে৷ তেমনই এক রূপান্তরকারী প্রেমিক যুগল হলেন জ়াহাদ পাভাল ও জিয়া পাভাল৷ যাঁরা সমস্ত সংস্কার ভুলে আবদ্ধ হয়েছেন মনের বাঁধনে৷ কেরলের রূপান্তরকামী এই প্রেমিক যুগল এখন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়। 

আরও পড়ুন- পড়ে রয়েছে ৩ লাখ শূন্য পদ, বাংলায় খালি ৫০ হাজার, হাওড়া, শিয়ালদহেও তীব্র কর্মীর অভাব

২৩ বছর বয়সি জাহাদ রূপান্তরিত পুরুষ। ২১ বছরের জিয়া হলেন রূপান্তরিত মহিলা৷ সম্প্রতি জিয়া নিজেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। দেশে এমন ঘটনা এই প্রথম৷ ইনস্টাগ্রামে জিয়া লেখেন, ‘‘আমার মা হওয়ার স্বপ্ন আর জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।’’

গত তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহাদ ও জিয়া। তাঁরা দীর্ঘদিন ধরেই হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে অভিভাবক হওয়ার সিদ্ধান্ত নিতেই হরমোন থেরাপি বন্ধ রাখেন৷ শিশুর জন্মের পর ফের হরমোন থেরাপি শুরু করবেন তাঁরা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়া বলেন, ‘‘বেশির ভাগ রূপান্তরকামীদেরই এই সমাজ বয়কট করেছে। অনেকে তো পরিবারকেও পাশে পাননি। সম্পর্ক শুরুর প্রথম থেকেই আমরা একটা সন্তান চেয়েছিলাম, যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। যাতে আমরা চলে যাওয়ার পরেও আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকে। অনেক রূপান্তরকামীই আমাদের মতো বাবা-মা হতে চান। তবে সমাজের রক্তচক্ষু  তাঁদের পথে বাধা হয়ে দাঁড়ায়৷ রূপান্তরকামীরাও সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন। সেই উদাহরণই সকলের সামনে তুলে ধরতে চেয়েছি আমরা। প্রথম দত্তক নেওয়ার দিদ্ধান্ত নিলেও আইনি জটিলতা এরাতে নিজেরাই বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিই।’’ 

নতুন জীবন পেয়ে দারুণ খুশি ওঁরা৷ অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটও করিয়েছেন জায়াদ ও জিয়া। সেই ছবি নিজেই ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন জিয়া৷ তবে এই ছবিগুলি নেটপাড়ায় ভাইরাল হতেই ব্যাপক চর্চা শুরু হয়েছে৷ যেখানে খালি গায়ে স্ফীত উদরে হাত দিয়ে দাড়িয়ে থাকতে দেখা গিয়েছে জাহাদকে। শাড়ি পরে দক্ষিণী সাজে তাঁকে সঙ্গ দিয়েছেন জিয়া। কেউ কেউ তাঁদের শুভেচ্ছা জানালেও, নিন্দুকরা কিন্তু ভ্রু কুঁচকেছেন৷ জাহাদ এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা৷ মার্চেই বাবা-মা হবেন তাঁরা৷