করোনাকালে বিপদ এড়াতে দেশেজুড়ে ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ার হিড়িক

করোনাকালে বিপদ এড়াতে দেশেজুড়ে ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ার হিড়িক

f0771dfcdae8529723a5e2ff98fc43d9

নয়াদিল্লি:  কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তামাম বিশ্বের মানুষ৷ কবে আসবে টিকা, সেই অপেক্ষায় দিন গুণছে সকলে৷ এখনও আমাদের হাতে আসেনি উপযুক্ত ভ্যাকসিন৷ তার উপর দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছে শীত৷ এই সময় সর্দি-কাশির সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়৷ তাই ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচতে শুরু হয়েছে টিকা নেওয়ার হিড়িক৷ ভারতের চিকিৎসকরা জানাচ্ছেন, ফ্লু এড়াতে এবং হাসপাতালে যাওয়া রুখতে রেকর্ড সংখ্যক মানুষ ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে শুরু করেছেন৷ যা এর আগে কখনও হয়নি৷ 

আরও পড়ুন- ফের দীলিপ-সৌমিত্র দ্বন্দ্ব প্রকাশ্যে! সমস্ত জেলা কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা

ফ্লুয়ের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেনি সরকার৷ তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর মেডিসিন বিভাগের প্রধান নভীত উইগ বলেন, ইনফ্লুয়েঞ্জা কোভিড -১৯ এর বিরুদ্ধে সুরক্ষা না দিলেও তা পরোক্ষ ভাবে সহায়তা করবে৷ তাঁর কথায়, ‘‘ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো SARS-COV ভাইরাসও শীতকালে বেশি ভাবে ছড়াতে পারে৷ একই সঙ্গে এরা আক্রমণ চালাতে পারে৷ ইনফ্লুয়েঞ্জা টিকা কোভিড সৃষ্টিকারী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে না পারলেও, পরোক্ষ ভাবে সাহায্য করবে৷ ফ্লু জনিত রোগের হাত থেকে রক্ষা করবে এই টিকা৷ হাসপাতালে ভর্তি হওয়া থেকে এবং মৃত্যুর হাত থেকেও বাঁচাবে৷’’ 

আরও পড়ুন- পুজোয় এবার ‘হাই অ্যালার্ট’ হাসপাতালে! সঙ্গে রাখুন জরুরি কিছু নম্বর 

ভারতে নভেম্বর-ডিসেম্বর এবং এপ্রিল-মে মাসে সবচেয়ে বেশি ফ্লু হয়৷ যদি ভাইরাসগুলির উল্লেখযোগ্যভাবে পরিবর্তন না হয়, তবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডেরেক্টর জেনারেল বলরাম ভার্গভ বলেন, তত্ত্ব অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা টিকা করোন ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে৷ কারণ তারা একই পরিবারভুক্ত৷ কিন্তু বাস্তবে দুটি ভাইরাসের মধ্যে কেনও মিল নেই৷ তাঁর কথায়, ইনফ্লুয়েঞ্জা টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হবে কিনা, তা প্রমাণ করার জন্য কোনও তথ্য নেই৷ আমরা জানি ইনফ্লুয়েঞ্জা টিকার প্রতি বছর স্ট্রেন পরিবর্তিত হয়৷ কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় এই টিকা কাজ করবে, সেই সম্ভাবনা খুবই কম৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *