‘ওয়ার্ক ফ্রম হোম’ বেশি পছন্দ ভারতীয়দের! অফিস যেতে চান না অনেকেই

‘ওয়ার্ক ফ্রম হোম’ বেশি পছন্দ ভারতীয়দের! অফিস যেতে চান না অনেকেই

নয়াদিল্লি: ২০২০ সাল শুরুর আগে হয়তো ব্যাপারটা অনেকের কাছে কাল্পনিক ছিল। বাড়ি থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ আবার হয় নাকি? কী ভাবে হবে? এই সব প্রশ্ন খুবই বাস্তব ছিল। কিন্তু ২০২০ সালের পর থেকে এটাই হয়ে গিয়েছে ‘নিউ নরমাল’। এখন বাড়ি থেকে কাজ করাই হচ্ছে সবথেকে স্বাভাবিক ব্যাপার। করোনা ভাইরাস সংক্রমণের চক্করে এটাই এখন বিশ্বজুড়ে কাজের নীতি হয়ে গিয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আইটি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করছে অফিসে, বাকিরা বাড়ি থেকেই। সংক্রমণের শুরুর দিকে তো পুরোটাই বাড়ি থেকে কাজ ছিল। কিন্তু কর্মীরা কি বাড়ি থেকে কাজ করতে পছন্দ করে? নাকি অফিস গিয়েই কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ৫ বছরের নীচে শিশুদের পরতে হবে না মাস্ক, হাঁপানি রোগীরা কি মাস্ক পরবেন?

মাঝে পুরোদমে অফিস খোলার উপক্রম হয়েছিল কারণ ভাইরাস সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু এখন আবার ওমিক্রন দাপটে বাড়ি থেকে কাজেই মন দেওয়া হয়েছে। তবে মার্চের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে, তাই মনে করা হচ্ছে আবার আগের মতো অফিস গিয়েই কাজ শুরু হয়ে যাবে ১০০ শতাংশ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতীয় কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বেশি পছন্দের। অধিকাংশ কর্মী বাড়ি থেকে কাজ করতেই বেশি আগ্রহী, তাদের অফিস যেতে একটা অনীহা তৈরি হয়েছে। কিন্তু কেন এমন ভাবনা?

অনুমান, অধিকাংশ মনে করছেন যে তারা বাড়ি থেকে কাজ করলে নিজের ব্যক্তিগত অনেক কাজ একই সঙ্গে সেরে ফেলতে পারেন যা অফিসে থাকাকালীন সম্ভব নয়। যাতায়াতের সময় যেমন বাঁচছে, তেমনই বাড়তি কিছু খরচ বেঁচে যাচ্ছে। এছাড়াও বাড়ি-অফিসের ব্যালেন্সটাও তারা ভাল সামাল দিতে পারছেন বাড়ি থেকে কাজ করে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যাচ্ছে অফিসের কাজ করেও, যেটা আগে সম্ভব একেবারেই হচ্ছিল না। আসলে অনলাইন এবং অফলাইন একই সঙ্গে কাজ করতে উৎসাহিত হয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twelve =