ভারতীয় জওয়ানরাও হতে পারেন ‘আয়রন ম্যান’! উড়তে পারবেন আকাশে

ভারতীয় জওয়ানরাও হতে পারেন ‘আয়রন ম্যান’! উড়তে পারবেন আকাশে

নয়াদিল্লি: সুপারহিরো হতে কে না চায়? আর ‘মার্ভেল’-এর দৌলতে এখন তো ‘আয়রন ম্যান’কে সকলেই চেনেন। বাচ্চারা তাঁকেই নিজেদের আইডল বানিয়ে ফেলেছে। কিন্তু এমনটা যদি হয় যে মানুষও আয়রন ম্যানের মতো উড়তে পারে? শুনতে অবাক লাগলেও আদতে এমনটা হওয়া এখন অসম্ভব নয়। অন্তত ভারতীয় সেনা জওয়ানদের জন্য তো নয়ই। হ্যাঁ, ঠিক শুনছেন। নতুন প্রযুক্তির জোরে তারাও এখন আকাশে উড়তে পারবেন।

আরও পড়ুন- নির্বাচন কমিশনার নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের, ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীরও

কল্পবিজ্ঞানের কাহিনিতে এমন দৃশ্য হামেশাই দেখা যায়। সুপারহিরোর সিনেমা বা সিরিজ দেখতে গিয়ে এই দৃশ্য চোখে পড়া খুবই স্বাভাবিক। কিন্তু বাস্তবেও এমনটা হতে চলেছে। ব্রিটিশ এক সংস্থা ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজে’র তৈরি জেটপ্যাকের প্রদর্শন সম্প্রতি হয়েছে আগ্রায়। আর তাদেরকেই নাকি ৪৮টি জেটপ্যাকের বরাত দিয়েছে ভারতীয় সেনারা। যে প্রদর্শনী হয়েছে আগ্রাতে তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজনকে ‘উড়তে’ দেখা যাচ্ছে। 

জানা গিয়েছে, ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ’ সংস্থার সিইও রিচার্ড ব্রাউনিং নিজে ওই জেটপ্যাক পরে উড়ছেন। তাঁর স্যুটের সঙ্গে তিনটি জেট ইঞ্জিনকে জুড়ে থাকতে দেখা যাচ্ছে। এর মধ্যে একটি স্যুটের পিছনে। বাকি দু’টি রয়েছে স্যুটের হাতে। কিন্তু ঠিক কী ভাবে কাজ করে এই জেটপ্যাক? সংস্থার তরফে জানান হয়েছে, গ্যাস ও তরল ব্যবহৃত হয় এতে। সুইচের মাধ্যমে বায়ুতে চাপ সৃষ্টি করলেই তা ওপরের দিকে উঠতে থাকে। যার সাহায্যে অনায়াসে শূন্যে ওড়া সম্ভব।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =