নয়াদিল্লি: শত্রুর নজর এড়িয়ে গুরুত্বপূর্ণ ও গোপন কথোপকথন চালাতে নিজস্ব ম্যাসেজিং অ্যাপ নিয়ে এল ভারতীয় সেনা৷ এই অ্যাপের মাধ্যমে নিরাপদে টেক্সট, ভয়েজ এবং ভিডিয়ো কলিং করতে পারবেন সেনারা৷ এই নতুন অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সাই’৷ এবার আর কথোপকথনের জন্য পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর নির্ভর করতে হবে না তাঁদের৷
আরও পড়ুন- করোনা আবহেই অ্যাপেলে মজেছে ভারতবাসী! রেকর্ড বিক্রি আইফোনের
বৃহস্পতিবার সেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে সিকিওর অ্যাপলিকেশন ফর ইন্টারনেট (সাই) অ্যাপ তৈরি করা হয়েছে৷ বাণিজ্যিকভাবে উপলবদ্ধ ম্যাসেজিং অ্যাপলিকেশন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সম্বাদ এবং গিমসের মতোই এই ‘সাই’ অ্যাপ৷’’ এই অ্যাপের মাধ্যমে সুরক্ষিত ও নিরাপদে ভয়েস কল, মেসেজ বা ভিডিয়ো কল করা যাবে৷ যে কোনও অ্যানড্রয়েডে এই অ্যাপ ডাউনলোড করা যাবে৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, সাই অ্যাপলিকেশনে এন্ড টু এন্ড এনক্রিপশন মেসেজিং প্রোটোকল ব্যবহার করা হবে৷ এছাড়াও এটি স্থানীয় ইন হাউড সার্ভার এবং কোডিংয়ের সঙ্গে সুরক্ষা বৈশিষ্ট্যগুলি অর্জন করেছে৷ যা প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতে পারে৷
আরও পড়ুন- চলন্ত ট্রেনের তলায় চলে যাচ্ছেন মহিলা, প্রাণ বাজি রেখে বাঁচালেন RPF জওয়ান! ভিডিও
এই অ্যাপটি তৈরি করেছে কর্নেল সাই শঙ্কর৷ স্বনির্ভরতার পাশাপাশি এটি প্রযুক্তিগত উন্নয়নও বটে৷ এর আগে নিরাপত্তার খাতিয়ে ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারতীয় সেনা৷ ফেসবুক, ট্রুকলার, ইনস্টাগ্রাম ও পাবজির মতো জনপ্রিয় অ্যাপ নিজেদের মোবাইল ফোন থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল সেনা অফিসারদের৷ এই সকল অ্যাপের মাধ্যমে সেনা কর্মীদের ফোন থেকে সংবেদনশীল তথ্য ফাঁস হতে পারে বলে সতর্ক করা হয়েছিল৷ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নয়া অ্যাপলিকেশ ‘সাই’ পরীক্ষা করে দেখেছে CERT-in এবং আর্মি সাইবার গ্রুপ৷ পাশাপাশি এনআইসি পরিকাঠামো এবং আইওএস প্ল্যাটফর্মে কাজ করার জন্য ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) ফাইল করার প্রক্রিয়া চলছে৷