Aajbikel

৩৯/৫০! বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় অধিকাংশ ভারতের

 | 
দিল্লি দূষণ

নয়াদিল্লি: আগের থেকে দূষণ কমেছে খাতায়-কলমে। কিন্তু ভারতের সার্বিক পরিস্থিতি যে আদৌ ভালো নয় তার প্রমাণ পাওয়াই যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা থেকে এখনও ১০ গুণেরও বেশি দূষিত ভারত। আর বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ভারতেরই শহরের সংখ্যা ৩৯টি! এই তথ্য প্রকাশ্যে আসার পরেই কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে সকলের। দূষণ দূর করার কি কোনও উপায় নেই?

আরও পড়ুন- ভারতে কি বৈধতা পাবে সমলিঙ্গের বিয়ে? মামলা গেল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে, মানতে নারাজ BJP

সুইস সংস্থা 'আইকিউএয়ার' সাম্প্রতিক যে তথ্য সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। আর বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৯টিই ভারতের। আরও পুঙ্খানুপুঙ্খভাবে বললে, সবচেয়ে দূষিত ১০ শহরের ৬টিই ভারতের। সংস্থার দাবি, বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে আছে চিনের হোটান। এরপর তৃতীয় স্থানে রাজস্থানের ভিওয়াড়ি। চারে দিল্লি। এছাড়া প্রথম ২০-এর মধ্যে আছে দেশের পাটনা, ছাপরা, মুজ্জাফরনগর, ফরিদাবাদ সহ একাধিক। 

অন্যদিকে, দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে বেশি দূষিত দিল্লি, তারপরেই আছে কলকাতা। তিনে মুম্বই, চারে হায়দরাবাদ। তবে বিশ্বের তালিকায় দিল্লি আছে ৪ নম্বর স্থানে, কলকাতা ৯৯। বাকি মেট্রো শহরগুলি তালিকায় এই দুই শহরের থেকে অনেকটাই পিছিয়ে। বিশ্বের সবথেকে দূষিত দেশের তালিকায় শীর্ষ স্থানে আছে মধ্য আফ্রিকার ছাদ। তারপর আছে যথাক্রমে ইরাক, পাকিস্তান, বাহরিন, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কুয়েত, ভারত, ইজিপ্ট, তাজাকিস্তান।

Around The Web

Trending News

You May like