ফের কোভিড গ্রাফে হেরফের দেশে, কমল অ্যাকটিভ কেস

ফের কোভিড গ্রাফে হেরফের দেশে, কমল অ্যাকটিভ কেস

723a8a7d3a916f58997df5ed4411f081

নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, তা আজ আরও বোঝা গেল। অনেক মাস পর আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে চলে এসেছে।  সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। গতকালের তুলনায় বাড়ছে আক্রান্ত-মৃত্যু।

আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘#তৃতীয় বিশ্বযুদ্ধ’

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২২৩ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৮০ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৭৩ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ হাজার ১২৩ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৭ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৯৭৭ ডোজ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৮ লক্ষ ৫৫ হাজার ৮৬২ ডোজ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা কমে হয়েছে ০.২২ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৩২ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ১৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯২ হাজার ২৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১১১ দিন পর দৈনিক আক্রান্ত এত কম দেশে! নিম্নমুখী মৃত্যুও

১১১ দিন পর দৈনিক আক্রান্ত এত কম দেশে! নিম্নমুখী মৃত্যুও

b37dc738f2b702132917bf76fc809073

নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে দেশে। আজ কিছুটা স্বস্তি মিলল কারণ, দীর্ঘ ১১১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ এত কম হয়েছে। গত কয়েক দিনে কিছুটা যেন ‘ইউ টার্ন’ নিয়েছিল দেশের কোভিড গ্রাফ। দৈনিক আক্রান্ত বৃদ্ধি পেয়েছিল এবং দৈনিক মৃত্যুতে তৃতীয় স্থানে চলে এসেছে ভারত। তবে আজ আবার সংক্রমণে লাগাম পড়ল। গত ২৪ ঘণ্টায় যেমন কমল আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে কমল মৃত্যুও।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যেই। দেশের দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ২.১১ শতাংশ। সেই সঙ্গে দেশের আক্ষরিক সংক্রমণের হার ৭.২৭ শতাংশ। প্রসঙ্গত, এই নিয়ে টানা ১৫ দিন ধরে সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই থাকল।

আরও পড়ুন- শুভেন্দুর শব্দচয়নে আপত্তি স্পিকারের! ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তাল বিধানসভা, বয়কট

অন্যদিকে, বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। তাঁদের মধ্যে ১০৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই জেলায় দৈনিক সংক্রমণ সর্বোচ্চ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন। উত্তর ২৪ পরগনা ছাড়া অন্য কোনও জেলায় ১০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মেলেনি। যা বিশাল বড় স্বস্তির খবর রাজ্যবাসীর কাছে। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *