একদিনে অনেকটাই কমল সংক্রমণ! কেরল নিয়ে চিন্তা যাচ্ছে না

একদিনে অনেকটাই কমল সংক্রমণ! কেরল নিয়ে চিন্তা যাচ্ছে না

c98fa24e20c228282a1786a48982dace

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে দুই মহামারী একসঙ্গে হওয়ার ব্যাপক আশঙ্কা। তাই পরবর্তী কয়েক সপ্তাহ দেশের জন্য যে উদ্বেগজনক হতে চলেছে তা বলাই বাহুল্য। এর মাঝে কয়েক দিন খানিকটা স্বস্তির মধ্যে আতঙ্ক বেড়েছিল দেশের কোভিড গ্রাফ নিয়ে। তবে আজ আবার চিন্তা কমেছে কিছুটা। কারণ এদিন অনেকটা কমল দৈনিক সংক্রমণ। মোট সংক্রমণ রয়েছে ৫০ হাজারের নিচেই।

আরও পড়ুন- ১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩৪, ৯৭৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৪৩ হাজারের বেশি। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪২ হাজার ৯ জন। এদিকে টিকাকরণের হার বেড়েছে এবং আপাতত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৭২ কোটি। মোট সংখ্যা ৭২ কোটি ৩৭ লক্ষ ৮৪ হাজার ৫৮৬ জন। দেশের চিন্তা আরও বাড়াচ্ছে কেরল। কারণ গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ১১৪ জনের!

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

উল্লেখ্য, আবার জানা গিয়েছে, করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। সাতটি দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, বসনিয়া, এই সাতটি দেশের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *