নয়াদিল্লি: আবার করোনার রক্তচক্ষু দেখা দিচ্ছে দেশে। দীর্ঘ প্রায় ৮ মাস পর আবার দৈনিক সংক্রমণ কার্যত আকাশছোঁয়া। নয়া প্রজাতি ওমিক্রনের দাপটও হু হু করে বাড়ছে। আজ আবার সংক্রমিতের সংখ্যা দেশে গত ৮ মাসে সর্বোচ্চ! তাই স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে দেশবাসীর মধ্যে। এদিকে ভারতের সক্রিয় রোগীর সংখ্যায় আজ রেকর্ড হয়েছে।
আরও পড়ুন- বদলে গেল নিয়ম! বিমান সফরে কতগুলি ব্যাগ হাতে রাখা যাবে? সাফ জানাল কেন্দ্র
আজকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ০৬ হাজার ০৬৪ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৩ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩২৮ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৯ হাজার ৮৪৮। এদিকে, গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। এখন তা ২০.৭৫ শতাংশ। টানা ২৭ দিন ধরে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন। পাশাপাশি বেড়েছে টিকাকরণও। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৬২ কোটি ২৬ লক্ষ ০৭ হাজার ৫১৬ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২৭ লক্ষ ৫৬ হাজার ৩৬৪ ডোজ। তবে সাড়ে তিন লক্ষের দোরগোড়ায় পৌঁছেও গত তিন দিনে কিছুটা কমেছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ।
আতঙ্ক বৃদ্ধির আরও বড় কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া রূপের খোঁজ মেলা। এই নয়া রূপ নিয়ে ইউরোপে ইতিমধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ইতিমধ্যেই ওমিক্রনের তিনটি সাব-স্ট্রেইনের হদিশ মিলেছে৷ এগুলি হল-বিএ.১, বিএ.২ এবং বিএ.৩। তবে এই মুহূর্তে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে বিএ.১ সাব স্ট্রেইনটি৷ ওমিক্রনের বিএ.১ সাব-স্ট্রেইন ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠলেও, বিভিন্ন দেশে ধরা পড়েছে বিএ.২ স্ট্রেনটিও৷ ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া রূপ বিএ.২ এর হদিশ মিলেছে ৪০টি দেশে৷ কিন্তু জানা গিয়েছে, ওমিক্রমের এই নয়া সাব স্ট্রেইনে স্পাইক নেই৷ তাই সে সহজেই ফাঁকি দিয়ে দিচ্ছে আরটিপিসিআর টেস্টকে৷