তুলনায় বাড়ল দৈনিক আক্রান্ত, সুস্থতা বৃদ্ধি চিন্তা কমাচ্ছে

তুলনায় বাড়ল দৈনিক আক্রান্ত, সুস্থতা বৃদ্ধি চিন্তা কমাচ্ছে

41cdf1ff9e002d9e70b534720456b818

নয়াদিল্লি: আজ আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে দেশের করোনা সংক্রমণ। যদিও কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা, অন্যদিকে কমছে মৃত্যু, যা স্বস্তি বাড়াচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। মাঝে কয়েকদিন দেশের কোভিড গ্রাফ কিছুটা কম ছিল। মাঝে বেড়েছিল। কিন্তু এখন আবার কমল। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে। তবে অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে।

আরও পড়ুন- দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় রাজ্য BJP সভাপতি, প্রচারে বাধা পুলিশের 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ০৫০ জন। আরও বড় স্বস্তি ‘আর’ ভ্যালু কমে যাওয়ায়। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭, এখন তা দাঁড়িয়েছে ০.৯২ তে। যদিও মুম্বই, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে এখনও আর ভ্যালু একের বেশি। উল্লেখ্য, ‘আর’ ভ্যালু হল একজন করোনা আক্রান্তের সংক্রমিত করার হার।

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

অন্যদিকে, গতকাল সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনায় আক্রান্ত হলে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। প্রত্যেক মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সেই টাকা দেওয়া হবে। তারা আদালতে এও জানিয়েছেন, জেলা প্রশাসনের মাধ্যমে এই ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি এই জানান হয়েছে, মৃতের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে কোভিড ১৯-এর উল্লেখ থাকতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *