নয়াদিল্লি: আজ আরও অনেকটাই কমল দেশের করোনা সংক্রমণ। কমেছে মৃত্যু এবং অ্যাকটিভ কেসের সংখ্যাও। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের হ্রাস ঘটেছে কিছুটা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। মাঝে কয়েকদিন দেশের কোভিড গ্রাফ কিছুটা কম ছিল। মাঝে বেড়েছিল। কিন্তু এখন হালকা কমল। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে। তবে অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে।
আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২৫৬ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৫ হাজার ১৩০ জন। দেশের মোট টিকাকরণ ছাড়িয়েছে ৮০ কোটি। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দেশের ৮০ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার ১৪৪ জন মানুষ। কেরল নিয়ে চিন্তা এখনও বর্তমান। কারণ গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫২ জনের।
আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা
এদিকে, সম্প্রতি টিকাকরণে বড় রেকর্ড করেছে ভারত। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনেই ভারতে টিকাকরণে রেকর্ড হয়েছে। একদিনে আড়াই কোটি করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশে! যা আপাতত একদিনে সর্বোচ্চ। এর আগে ৩১ অগস্ট দেশে সর্বোচ্চ ১.৪১ কোটি টিকা দেওয়া হয়েছিল। এই নিয়ে চতুর্থবার ভারত এক দিনে ১ কোটির বেশি টিকাকরণ করেছে।