মোট দৈনিক সংক্রমণের ৫৩ শতাংশ একটি রাজ্য থেকেই! চিন্তা দেশের

মোট দৈনিক সংক্রমণের ৫৩ শতাংশ একটি রাজ্য থেকেই! চিন্তা দেশের

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই সম্প্রতি দেশের করোনাভাইরাস পরিসংখ্যান যে তথ্য দিল তা ব্যাপক উদ্বেগ বাড়াবে। দেশের মোট দৈনিক সংক্রমণের ৫৩ শতাংশ একটি রাজ্যের! অবাক করার মত বিষয় হলেও এটাই সত্যি। যদিও দেশের সার্বিক মৃত্যু কমেছে বলে কিছুটা স্বস্তি পাচ্ছে মানুষ। তবে দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৩০-৪০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে।

সবথেকে চিন্তা হচ্ছে কেরল রাজ্য নিয়ে কারণ সেখানেই আক্রান্তের সংখ্যা এখন দেশের মধ্যে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬৬৭ জন। তার মধ্যে কেরলেই ২০ হাজার ৪৫২। অর্থাৎ দেশের মোট সংক্রমণের প্রায় ৫৩ শতাংশ একটি রাজ্য থেকেই। এদিকে,  গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৭৪৩ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩।

আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

এদিকে পশ্চিমবাংলার চিত্রটা খানিকটা এই রকম। গত‌ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। সংক্রমণের শীর্ষে আজ রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৮৯ জন। এরপরে রয়েছে, কলকাতা, সেখানে একদিনে আক্রান্ত ৮৮ জন। এরপরে রয়েছে দার্জিলিং, সেখানে ৭৩ জন আক্রান্ত একদিনে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ জন আক্রান্ত। এদিকে একদিনে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৮ জন। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, একদিনে করোনার বলি সেখানকার ৪ জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =