Aajbikel

ওমিক্রনের দাপট! ৮ মাস পর দেশে ফের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষ

 | 
coronavirus

নয়াদিল্লি: আবার করোনার রক্তচক্ষু দেখা দিচ্ছে দেশে। দীর্ঘ প্রায় ৮ মাস পর আবার দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষ পার হয়ে গিয়েছে। নয়া প্রজাতি ওমিক্রনের দাপটে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুও। গতকালের তুলনায় আজ অনেকটাই বেড়েছে মৃতের সংখ্যা। তাই এখনই করোনাকে যে হালকাভাবে নেওয়ার সময় আসেনি তা স্পষ্ট।

আরও পড়ুন- করোনার আঁতুড়ঘর! শীর্ষ আদালতের আক্রান্তের সংখ্যা বিপুল

আজকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৭০৩ জনের, যা গতকাল ছিল ৪৯১। তবে ৭০৩ জন মৃতের মধ্যে ৩৪১ জনই কেরলের বলে জানা গিয়েছে। এদিকে, দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের। প্রায় ৮ মাস পর ফের দৈনিক সংক্রমণ এত বেশি বেড়ে গিয়েছে ভারতে। অন্যদিকে পরিসংখ্যান অনুসারে, দেশের সংক্রমণের হার এই মুহূর্তে রয়েছে ১৭.৯৪ শতাংশে। আপাতত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬০ কোটি ৪৩ লক্ষ ৭০ হাজার ৪৮৪ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৭০ লক্ষ ৪৯ হাজার ৭৭৯ ডোজ। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়তে বাড়তে প্রায় ১০ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত এই মুহূর্তে ৯ হাজার ৬৯২ জন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র হুঁশিয়ারি, করোনার নয়া রূপ ওমিক্রন এখন গোটা বিশ্বকে গ্রাস করেছে৷ যারা এখনও টিকা পাননি তাদের অসুস্থতার তীব্রতা এবং মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি। করোনার অন্যান্য রূপগুলির চেয়ে ওমিক্রনের তীব্রতা খানিকটা কম হলেও, একে মৃদু বলে ভাবা ভুল হবে৷ কারণ, ওমিক্রনে আক্রান্তদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, মৃত্যুও ঘটছে। তাই অতিমারির শেষের পথে এমন ভাবার কোনও অর্থ নেই। আরও বেশ কয়েকটি গবেষণা বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ শীর্ষে পৌঁছবে। তারপর আসতে আসতে তা নিম্নগামী হতে শুরু করবে।

Around The Web

Trending News

You May like