নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় খানিক স্বস্তি মিলল। কমল অ্যাকটিভ কেস। তবে আক্রান্তের সংখ্যা মোটামুটি এক জায়গায় ঘোরাফেরা করলেও বেড়েছে সুস্থতার সংখ্যা। দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৩০-৪০ হাজারের মধ্যেই থেকেছে এদিন, যদিও আগামী দিনে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা কারণ আসছে করোনা তৃতীয় ঢেউ।
আরও পড়ুন- ‘এটা BJP-র রাজনৈতিক জয় নয়, বিচার ব্যবস্থার জয়’, হাই কোর্টের রায়কে স্বাগত গেরুয়া শিবিরের
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৫৭১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জনের। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন, যা ১৫০ দিন পর সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজারের বেশি জন সুস্থ হয়ে উঠেছেন। আরও জানা গিয়েছে, আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৩১ জন, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আক্রান্তদের মধ্যে ৮৯ জন কলকাতার। সংক্রমণের নিরিখে প্রথম স্থানে এই শহর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৭০ জন। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯ জন।