এক ধাক্কায় কমল দেশের সংক্রমণ, মৃত্যু, অ্যাকটিভ কেস! রেকর্ড টিকাকরণের জের

এক ধাক্কায় কমল দেশের সংক্রমণ, মৃত্যু, অ্যাকটিভ কেস! রেকর্ড টিকাকরণের জের

313d0dba493d381dcb573e5b4d4480f9

নয়াদিল্লি: রেকর্ড টিকাকরণের জের। আজ এক লাফে অনেকটাই কমল দেশের করোনা সংক্রমণ। কমেছে মৃত্যু এবং অ্যাকটিভ কেসের সংখ্যাও। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের হ্রাস ঘটেছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। মাঝে কয়েকদিন দেশের কোভিড গ্রাফ কিছুটা কম ছিল। মাঝে বেড়েছিল। কিন্তু এখন হালকা কমল। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে। তবে অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। 

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৭৭৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৪৩৮ জন। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৩২৫ জন। অর্থাৎ দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক কেরলের।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC 

এদিকে, সম্প্রতি টিকাকরণে বড় রেকর্ড করেছে ভারত। আপাতত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ কোটি। মোট সংখ্যা ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৮৫ লক্ষের বেশি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনেই ভারতে টিকাকরণে রেকর্ড হয়েছে। একদিনে আড়াই কোটি করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশে! যা আপাতত একদিনে সর্বোচ্চ। এর আগে ৩১ অগস্ট দেশে সর্বোচ্চ ১.৪১ কোটি টিকা দেওয়া হয়েছিল। এই নিয়ে চতুর্থবার ভারত এক দিনে ১ কোটির বেশি টিকাকরণ করেছে। ৬ ঘণ্টারও কম সময়ে প্রথম এক কোটি ডোজ দেওয়া হয়েছে। দুপুরের মধ্যেই ১ কোটি পার হয়ে গিয়েছিল টিকাকরণ। বিকেলে ৫টার কিছু পরেই সেই মাত্রা পৌঁছে যায় ২ কোটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *