২৩% বাড়ল দেশের দৈনিক সংক্রমণ! আবারও উদ্বেগ বাড়ছে করোনায়

২৩% বাড়ল দেশের দৈনিক সংক্রমণ! আবারও উদ্বেগ বাড়ছে করোনায়

নয়াদিল্লি: আবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্ত এবং মৃত্যু আবারও চোখ রাঙাচ্ছে। বিগত কয়েক দিনে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছিল পরিস্থিতি। কিন্তু আবার যেন উদ্বেগ বাড়তে শুরু করেছে। কারণ দৈনিক করোনা সংক্রমণ গত একদিনে বেড়েছে ২৩ শতাংশ! মৃত্যু নিয়েও বাড়ছে উদ্বেগ। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৭৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়েছে অনেক দিন আগেই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ০০০ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬ জন। 

আরও পড়ুন- সময়ে সময়ে টাকা পৌঁছে যাচ্ছে বিনয় মিশ্রের কাছে! অনুমান করছে সিবিআই

এদিকে, বাংলার কোভিড গ্রাফ আগের থেকে স্বস্তি দিচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ৮৭৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। তবে সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনাই। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৭ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত ৮৯ জন। তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সেখানকার ৭৭ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

আরও পড়ুন: নিট পরীক্ষা ১২ সেপ্টেম্বর, হয়ে গেল ঘোষণা

‘আলফা’, ‘বিটা’, ‘গামা’, ‘ডেল্টা’, ‘ডেল্টা প্লাস’… করোনার একাধিক প্রজাতি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী, গবেষকদের চিন্তার শেষ নেই। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ‘ডেল্টা’ হল সবথেকে সংক্রামক প্রজাতি করোনা ভাইরাসের। পৃথিবীর একাধিক দেশে এই প্রজাতি ছড়িয়ে পড়েছে এবং তৃতীয় ঢেউ নাকি এই প্রজাতির জন্যই আসবে। তবে এখন আবার সকলের চিন্তা বাড়াল এই ‘কাপ্পা’, তার সঙ্গে রয়েছে করোনা অন্য এক প্রজাতি, ‘ল্যামডা’। মনে করা হচ্ছে, ‘ল্যামডা’ই হয়ে উঠেছে সবচেয়ে সক্রিয় করোনার অন্য প্রজাতিদের তুলনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =