দেশে করোনার সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত ৪ লক্ষ ছুঁইছুঁই, পাল্লা দিচ্ছে মৃত্যু

দেশে করোনার সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত ৪ লক্ষ ছুঁইছুঁই, পাল্লা দিচ্ছে মৃত্যু

c600a587637bcfbe30126b74f74dc9d8

নয়াদিল্লি:  ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের কোভিড পরিস্থিতি৷ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সংক্রমণের আগুন৷ প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন৷ প্রতি মিনিটে আক্রান্ত হচ্ছেন ২৬৩ জন৷ দৈনিক আক্রান্তের নিরিখে এটাই ভারতের সর্বকালীন রেকর্ড৷ 

আরও পড়ুন- শেষ শাহি স্নান মেটার পর অবশেষে হরিদ্বারে জারি কার্ফু

গত ২০ জানুয়ারি দেশে অতিমারির প্রকোপ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন৷ আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ এই প্রথম একদিনে মৃত্যু হল ৩ হাজার ৬৪৫ জনের৷ যার জেরে ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪ হাজার ৮৩২-এ৷ যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের বেশি করে টিকাকরণের উপর জোড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি সরকার৷  

অন্যদিকে জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, ২০১৯ এর ডিসেম্বরে করোনা সংক্রমণ মাথাচাড়া দেওয়ার পর বিশ্বজুড়ে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন মোট ১৪.৯২ কোটি মানুষ৷ মৃত্যু হয়েছে ৩১.৪৬ লক্ষ মানুষের৷ অন্যদিকে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮.৬৫ কোটি মানুষ৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *