শেষ শাহি স্নান মেটার পর অবশেষে হরিদ্বারে জারি কার্ফু

শেষ শাহি স্নান মেটার পর অবশেষে হরিদ্বারে জারি কার্ফু

 
দেরাদুন: দেরিতে হলেও বোধোদ্বয় হল উত্তরাখণ্ড সরকারের৷ মঙ্গলবার চিত্র পূর্ণিমার দিন কুম্ভমেলার শেষ শাহি স্নান মিটে যাওয়ার পর, অবশেষে হরিদ্বারে কার্ফু জারি সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার৷ এর আগে শাহি স্নানের দিনগুলিতে কোভিডের তোয়াক্কা না করেই বিধিনিষেধ ছাড়াই কাতারে কাতারে মানুষ প্রায় গা ঘেঁষে গঙ্গায় ডুব দিয়েছে, এদিন হরিদ্বারের ডিএম জানান, কার্ফু চলাকালীন হরিদ্বার-সহ, রুরকি, লক্সর, ভগবানপুরের শহরাঞ্চলে শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি চালু থাকবে৷

তিনটি শাহি স্নানের পর ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতীকী কুম্ভমেলা পালনের আবেদন জানান৷ তাঁর এই ঘোষণার পরেই জুনা আখড়ার প্রধান স্বামী অভদেশানন্দ গিরি তাঁর অনুগামীদের উদ্দেশে বলেন, ‘এখানেই কুম্ভ শেষ করলাম ’৷ মোদি আর স্বামী অভদেশানন্দের এই আবেদনের পরেও মঙ্গলবার সেই একই ভিড়ের ছবি দেখা গেল গঙ্গার ধারগুলোতে৷ শ’য়ে শ’য়ে সাধু আর ভক্তর কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে স্নান করেন গঙ্গায় ৷ সোমবার উত্তরাখণ্ডে নতুন করে ৫,০০০ করোনা সংক্রমণের খবর পাওয়া যায় ৷ ৬০ দিন আগেও ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৫৮৷ কুম্ভমেলা শুরু হয় এপ্রিলের প্রথম দিনই ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কুম্ভমেলায় আসা পুণ্যার্থীদের দু’ হাজারেরও বেশি সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয় ৷ তাতেও কুম্ভমেলা সংক্ষিপ্ত করার ভাবনা উড়িয়ে দেয় উত্তরাখণ্ড সরকার৷

কুম্ভমেলার কড়া সমালোচনা করেন চিকিৎসকরা, বিরোধী দলের নেতারাও ৷ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন যে, কুম্ভমেলা “সুপার-স্প্রেডার” হতে পারে৷ যদিও রাজ্যের তরফে জানানো হয় তারা কোভিডের বিধিনিষেধ পালন করবে ৷ উলটে কুম্ভের সঙ্গে দিল্লির মার্কাজের তুলনা করে বিতর্কে জড়়ান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত৷ কুম্ভমেলায় আগতদের “আমাদের লোক” বলে অভিহিত করেন তিনি৷ যদিও তাতে বিতর্ক ছাড়া আর কিছুই হয়নি৷ ঠেকানো যায়নি সংক্রমণ৷ ১৬ এপ্রিল ৩০ জন সাধু করোনা আক্রান্ত হন ৷ এমনকী দেরাদুনে চিকিৎসার সময়ই করোনায় সংক্রমিত হয়ে মারা যান মহানির্বাণী আখড়ার প্রধান ৷ এর পরেই নড়েচড়ে বসেন সাধু-সন্থরা৷ ৩০ এপ্রিল কুম্ভ শেষ হওয়ার আগেই নিরঞ্জনী আখড়া-সহ ১৩টিরও বেশি আখড়া কুম্ভ শেষ করার সিদ্ধান্ত নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =