করোনা চিকিৎসা আয়ুর্বেদ ও যোগা কতটা যুক্তিযুক্ত? কেন্দ্রের কাছে জবাব চাইল IMA

নয়াদিল্লি: যে সব করোনা রোগীর অসম্পূর্ণ ও হালকা উপসর্গ রয়েছে তাদের চিকিৎসার ও রোগ প্রতিরোধের জন্য আয়ুর্বেদ ও যোগের উপর ভিত্তি করার কথা বলেছে কেন্দ্র। বৃহস্পতিবার প্রোটোকলের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

নয়াদিল্লি: যে সব করোনা রোগীর অসম্পূর্ণ ও হালকা উপসর্গ রয়েছে তাদের চিকিৎসার ও রোগ প্রতিরোধের জন্য আয়ুর্বেদ ও যোগের উপর ভিত্তি করার কথা বলেছে কেন্দ্র। বৃহস্পতিবার প্রোটোকলের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন মঙ্গলবার COVID-19-এর ক্লিনিকাল ম্যানেজমেন্টের জন্য একটি প্রোটোকল প্রকাশ করেছেন। যাতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং হালকা এবং অ্যাসিপটোমেটিক কেসের চিকিৎসার জন্য অশ্বগন্ধা ও আয়ুষ-৪৪ এর মতো ডায়েটরি ব্যবস্থা, যোগব্যায়াম এবং আয়ুর্বেদিক ঔষধির তালিকা দেওয়া হয়েছে। এরপরই আইএমএ প্রশ্ন তোলে,  “এই দাবির প্রবক্তা এবং তাঁর মন্ত্রক কোভিডের প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে স্বতন্ত্র সম্ভাব্য ডাবল-ব্লাইন্ড নিয়ন্ত্রণ অধ্যয়নের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে প্রস্তুত হতে প্রস্তুত? তাঁর কতজন মন্ত্রী সহকর্মী এখনও অবধি চিকিৎসা করানোর বিষয়ে এই প্রোটোকলের অধীনে চিকিৎসা করাবেন?” তারা আরও বলেছে, আয়ুশ মন্ত্রকের কাছে কোভিড যত্ন ও নিয়ন্ত্রণ হস্তান্তর করা থেকে তাঁকে কী বাধা দিচ্ছে? আইএমএ দাবি করেছে যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই সব বিষয় নিয়ে পরিষ্কার থাকা উচিত। যদি তা না হয় তবে তিনি দেশকে প্রতারিত করছেন।

আরও পড়ুন: কুলভূষণ মামলা নিয়ে ফের কাঠগড়ায় পাকিস্তান, মূল সমস্যা খতিয়ে দেখার দাবি ভারতের

যাতে পরস্পর বিরোধী পরিস্থিতি তৈরি না হয় তাই জন্য স্বাস্থ্যমন্ত্রীকে এক জায়গায় দায়িত্ব দিতে বলেছে। তা না হলে একটি এলোমেলো ক্লিনিকাল ট্রায়াল তৈরি হবে। এতে রোগীরা জানতে পারবে না যে তারা পরীক্ষামূলক চিকিৎসা করাচ্ছে নাকি প্লেসবো পাচ্ছেন। প্রসঙ্গত প্লেসবো একটি চিকিৎসা যা কোনও থেরাপিউটিক মান না রাখার জন্য তৈরি করা হয়েছে। “উপরোক্ত মানদণ্ডের ভিত্তিতে COVID-19 রোগীদের উপর করা গবেষণা থেকে করা দাবির বিষয়ে কি সন্তোষজনক প্রমাণ রয়েছে? যদি তা হয় তবে প্রমাণটি দুর্বল বা মাঝারি বা শক্তিশালী কি? প্রমাণগুলি পাবলিক ডোমেইনে থাকতে হবে এবং বৈজ্ঞানিক তদন্তের জন্য উপলব্ধ থাকতে হবে।” সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে আইএমএ। আইএমএ এও জিজ্ঞাসা করেছিল “COVID-19 এর মারাত্মক রূপটি হাইপারইমিউন স্ট্যাটাস না ইমিউন ঘাটতির অবস্থা?” আইএমএর দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই পোজকারীদের প্রতিক্রিয়া জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 10 =