কুলভূষণ মামলা নিয়ে ফের কাঠগড়ায় পাকিস্তান, মূল সমস্যা খতিয়ে দেখার দাবি ভারতের

নয়াদিল্লি: কুলভূষণ যাদব সম্পর্কিত মামলায় মূল বিষয়গুলি সমাধান করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের তরফে এই খবর জানানো হয়েছে। এও বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদেশ অনুসারে তাঁর কাছে নিঃশর্ত এবং নিরপেক্ষ কনস্যুলার প্রবেশের জন্যও চাপ দিয়েছে ভারত।

নয়াদিল্লি: কুলভূষণ যাদব সম্পর্কিত মামলায় মূল বিষয়গুলি সমাধান করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের তরফে এই খবর জানানো হয়েছে। এও বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদেশ অনুসারে তাঁর কাছে নিঃশর্ত এবং নিরপেক্ষ কনস্যুলার প্রবেশের জন্যও চাপ দিয়েছে ভারত।
 

পাকিস্তানের একটি আদালত কুলভূষণের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদনের শুনানি চলছে। এই মামলায় জনাব যাদবকে উপস্থাপন করার জন্য ভারত কোনও ভারতীয় আইনজীবী নিয়োগের জন্য চাপ দিচ্ছে। পাশাপাশি ২০১৮ সালের একটি রায় নিয়ে আন্তর্জাতিক আদালত (আইসিজে) যে আদেশ দিয়েছে তাতে তার কাছে নিরপেক্ষ কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, “পাকিস্তানের এই মামলার মূল বিষয়গুলির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে মূল বিষয়গুলি হল এই মামলা সম্পর্কিত সমস্ত নথির বিধান এবং তাঁকে নিঃশর্ত এবং নিরপেক্ষ কনস্যুলার অ্যাক্সেস সরবরাহ করা।” 
 

শ্রীবাস্তবকে মঙ্গলবার পাকিস্তানি কর্তৃপক্ষ ইসলামাবাদ হাই কোর্টকে (আইএইচসি) অবহিত করার বিষয়েও জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর উত্তরে তিনি বলেন যে, পাকিস্তান হাই কোর্টকে জানায় যে ভারত এই মামলায় যাদবকে উপস্থাপন করতে একজন আইনজীবী নিয়োগ করতে ব্যর্থ হয়েছে। “আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের আদেশ অনুসারে যদি আমাদের কার্যকর পর্যালোচনা ও পুনর্বিবেচনা করতে হয় তবে মূল বিষয়গুলির সমাধান করা দরকার। পাকিস্তানকে মূল বিষয়গুলি সমাধান করার জন্য তার ইচ্ছা প্রকাশ করতে হবে।” জানিয়েছেন শ্রীবাস্তব।
 

পঞ্চাশ বছর বয়সী অবসরপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা জনাব যাদবকে পাকিস্তান সামরিক আদালত এপ্রিল ২০১৭ সালে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। কয়েক সপ্তাহ পরে, ভারত তার পক্ষে কনস্যুলার অ্যাক্সেস অস্বীকার করার এবং মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আইসিজে দ্বারস্থ হয়। হেগ-ভিত্তিক আইসিজে ২০১৮ সালের জুলাইয়ে রায় দিয়েছে যে পাকিস্তানকে যাদবকে দোষী সাব্যস্ত করা ও দণ্ডিত করার বিষয়ে একটি কার্যকর পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা উচিত এবং আর দেরি না করে ভারতে কনস্যুলার প্রবেশাধিকারের ব্যবস্থা করতে হবে। জুলাইয়ে ভারত অভিযোগ তোলে, আইসিজে আদেশের লঙ্ঘন করে পাকিস্তান মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যাদবকে তাঁর আইনী প্রতিকারের অস্বীকার করার জন্য কৌতূহলী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। যাদবের মামলার সঙ্গে সম্পর্কিত নথি ভারতকে সরবরাহ না করার অভিযোগও ওঠে। বলা হয় ভারত যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দায়ের করতে না পারে তাই এই ব্যবস্থা। এই মামলায় কার্যকর কার্যকর প্রতিকারের জন্য ভারত পাকিস্তানকে সমস্ত উপায় অবরুদ্ধ করার অভিযোগও করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *