‘বিয়ের জন্য ধর্মান্তরকরণকে সমর্থন করি না’, বললেন রাজনাথ

‘বিয়ের জন্য ধর্মান্তরকরণকে সমর্থন করি না’, বললেন রাজনাথ

নয়াদিল্লি: সাম্প্রতিক কালে আমাদের দেশে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে ‘লাভ জিহাদ’৷ অর্থাৎ বিয়ের জন্য ধর্মান্তরকরণ৷ একাধিক রাজ্য এই বিষয়টির বিরুদ্ধচারণ করেছে৷  লাভ জিহাদ রুখতে জারি করা হয়েছে কড়া আইন৷  বিয়ের জন্য ধর্মান্তরকরণের বিষয়টি ব্যক্তিগত ভাবে একেবারেই সমর্থন করেন না তিনি৷ উত্তর প্রদেশে ধর্মান্তরকরণ বিরোধী আইন প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমনটাই জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ বিয়ের জন্য কেন ধর্মান্তরিত হতে হবে? পাল্টা প্রশ্ন করেন তিনি৷ 

আরও পড়ুন- নাতির বিয়ে! চপারে চেপে ঠাকুমা-দাদু পৌঁছলেন বিয়ের মণ্ডপে

প্রসঙ্গ, উত্তরপ্রদেশ হল অন্যতম বিজেপি শাসিত রাজ্য যেখানে বিয়ের জন্য জোড় করে ধর্মান্তরকরণ রুখতে কড়া আইন প্রণয়ন করা হয়েছে৷ এই বিষয়টিকে তারা ‘লাভ জিহাদ’ বলেই সংজ্ঞায়িত করেছে৷ এ প্রসঙ্গে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ‘‘আমি প্রশ্ন করতে চাই কেন এই ধর্মান্তরকরণ৷ এই প্রথা অবিলম্বে বন্ধ হওয়া উচিত৷’’ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘‘আমি যতদূর জানি কোনও মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি অন্য কোনও ধর্মের মানুষকে বিবাহ করতে পারেন না৷ কিন্তু আমি ব্যক্তিগত ভাবে বিয়ের জন্য ধর্মান্তরকরণকে সমর্থন করি না৷’’ স্বতঃস্ফূর্তভাবে কাউকে গ্রহণ করা আর বিয়ের জন্য কাউকে ধর্মান্তরিত হতে বাধ্য করার মধ্যে পার্থক্য রয়েছে বলেই মনে করেন তিনি৷ 

রাজনাথ বলেন, ‘‘ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে জোড় করে বলপূর্বক ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে৷ কখনও বা লোভের বশবর্তী হয়ে এই কাজ করা হয়েছে৷ স্বাভাবিক ভাবে বিয়ে আর জোড় করে ধর্ম পরিবর্তন করে বিয়ে করার মধ্যে পার্থক্য রয়েছে৷ আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই সরকার আইন প্রণয়ন করেছে৷’’ 

আরও পড়ুন- বুধে বৈঠক, মঙ্গলের বারবেলা থেকেই গাজিপুর সীমানায় চড়ছে পারদ

কয়েক দিন আগে এলাহাবাদ হাইকোর্ট একটি পুরনো মামলার প্রেক্ষিতে বলেছিল, শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনও মতেই গ্রহণযোগ্য নয়। আদালতের এই রায়কে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি বলেছিলেন, যাঁরা এই ধরনের কাজ করে, তাঁদের ছবি পোস্টার দিয়ে রাস্তায় টাঙানো হবে৷ এর পরেই কড়া আইন আনে যোগী সরকার৷ মিথ্যে উপস্থাপনা, জোড় জবরদস্তি, জালিয়াতি বা অন্য কোনও প্রতারণার মাধ্যমে বিয়ে রুখতে আনা হয়েছে ‘উত্তর প্রদেশ প্রোহিবিশন অফ আনলফুল কনভারশন অফ রিলিজিয়ন অর্ডিন্যান্স, ২০২০’৷   এই আইন কোনও ব্যক্তিকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তনের অনুমতি দেয় না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eighteen =