স্থলভাগের খুব কাছে ‘অশনি’! সকাল থেকেই শুরু ঝড়-বৃষ্টির দাপট

স্থলভাগের খুব কাছে ‘অশনি’! সকাল থেকেই শুরু ঝড়-বৃষ্টির দাপট

f45fb9f26eee8a5f2e667ccb55fc6d48

নয়াদিল্লি:  ক্রমেই শক্তি বাড়াচ্ছে অশনি৷ স্থলভাগে আছড়ে পড়ার আগে আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ৷ বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী আন্দামান সাগরের উপর তৈরি এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার আরও ঘনীভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, নিম্নচাপের জেরে আজ থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সঙ্গে দ্বীপের উপর দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার সন্ধের মধ্যেই আন্দামানে  আছড়ে পড়তে চলছে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি।

আরও পড়ুন- এবার রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টার মিলবে সিলিন্ডার, কী ভাবে? জানুন..

দিল্লির মৌসম ভবনের বিজ্ঞানী আর কে জানামনি জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। নিজের যাত্রাপথে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপটি। যার জেরে আজ সকাল থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হবে৷ তিনি আরও বলেন, “সোমবার সকালের মধ্যেই বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  শক্তিও বাড়তে থাকবে৷ বিকেলের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে স্থলভাগের উপরে৷’’ তাঁর কথায়, আচমকা আবহাওয়ার কোনও বড়সড় পরিবর্তন না হলে আজ বিকেলেক মধ্যেই পরিপূর্ণ রূপ নিয়ে আঘাত হানবে ঘূর্ণিঝড় অশনি৷”  জানা গিয়েছে, আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।

শনিবার বিকেলেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগরে সৃষ্টি নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করেছে। ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে।  এদিন সকালে শেষ পাওয়া খবর পর্যন্ত  নিম্নচাপটির অবস্থান ছিল নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর অংশ কার নিকোবর থেকে ২০০ কিলোমিটার দূরে৷ পোর্ট ব্লেয়ার থেকে এর অবস্থান ছিল ১০০ কিলোমিটার দূরে৷ মৌসম ভবন জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি ভারী নিম্নচাপে পরিণত হবে৷ তারপর ঘূর্ণিঝড়ের রূপ নেবে৷