এবার রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টার মিলবে সিলিন্ডার, কী ভাবে? জানুন..

এবার রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টার মিলবে সিলিন্ডার, কী ভাবে? জানুন..

নয়াদিল্লি:  রান্নার মাঝে হঠাৎ ফুরলো গ্যাস৷ এমন বিপত্তি হেঁশেলে কম বেশি হয়েই থাকে৷ অনেকেই বুঝতে পারেন না কখন গ্যাস সিলিন্ডার খালি হয়ে যাবে৷ ফলে সমস্যায় পড়তে হয় গৃহিনীদের৷ কী করবেন বুঝে উঠতেই হিমশিম খেতে হয়৷ কিন্তু, এবার মুশকিল আসান৷ সহজেই মিলবে গ্যাস৷ 

আরও পড়ুন- জনপ্রিয়তায় ফের শীর্ষে নমো, পিছনে ফেললেন বাইডেন-ট্রুডোকে

নতুন পরিষেবা আনছে ইন্ডিয়ান অয়েলের গ্যাস৷ যাঁদের বাড়িতে ইন্ডেন গ্যাস রয়েছে, তাঁরা এই সুবিধা পেতে পারেন। কারণ এই সংস্থা তার গ্রাহকদের জন্য নিয়ে এল তৎকাল পরিষেবা। যার মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার। কী ভাবে মিলবে এই পরিষেবা? 

এই সুবিধা পেতে হলে আপনাকে সবার আগে ইন্ডেন গ্যাস পরিষেবার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে।  নাম নথিভুক্ত করা থাকলে খুব সহজেই ওই ওয়েবসাইটের মাধ্যমেই তৎকালে গ্যাস বুক করা যাবে। বুকিং-এর ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে সিলিন্ডার। আবার মিসজ কল দিয়েও এই তৎকাল পরিষেবা পাওয়া যেতে পারে৷ সেক্ষেত্রে আপনাকে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে মিসড কল দিতে হবে৷ তবে এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ডেলিভারির জন্যে আপনাকে ২৫ টাকা দিতে হবে৷ হায়দরাবাদে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে৷ আগামী দিনে সারা দেশেই এই পরিষেবা চালু করা হবে৷ এমনই পরিকল্পনা রয়েছে ইন্ডেনের৷