পাহাড় থেকে হু হু নামছে জল! ধসের আতঙ্কে তিরুমালার মন্দিরে আটকে পড়া পুণ্যার্থীরা

পাহাড় থেকে হু হু নামছে জল! ধসের আতঙ্কে তিরুমালার মন্দিরে আটকে পড়া পুণ্যার্থীরা

ddd78ba0104a3d508ec62eb897ffb65d

তিরুপতি:  বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে৷ টানা বৃষ্টিতে জলবন্দি মন্দির শহর তিরুপতি৷ প্রবল বন্যায় তিরুমালা মন্দিরে আটকে পড়ল দু’শোর বেশি পুণ্যার্থী৷ 

আরও পড়ুন- অবশেষে পিছু হঠল কেন্দ্র, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর

তামিলনাড়ুর একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ অন্যদিকে বৃহস্পতিবার থেকেই প্লাবিত অন্ধ্রপ্রদেশের মন্দির শহর তিরুপতি৷ ভেঙ্কটেশ্বর মন্দির তারুমালায়  জলস্তর বাড়তে থাকে৷ ফলে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছিল৷  তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দিরের সঙ্গে সংযোগকারী চারটি প্রধান রাস্তাই সম্পূর্ণ জলমগ্ন৷ পুণ্যার্থীরা মন্দির চত্বরেই আটকে পড়েছেন৷  তিরুমালার জাপালি আঞ্জনেয়া স্বামীর মন্দিরেও জল ঢুকে পড়েছে৷ এমনকী ঈশ্বরের মূর্তিও জলের তলায় চলে গিয়েছে বলে খবর।

এদিকে আটকে পড়া পুণ্যার্থীদের তিরুমালা তিরুপতি দেবাস্থানম কমিটির পক্ষ থেকে বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ মন্দির প্রাঙ্গন জল থৈথৈ করছে৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  বন্যা ও ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে তিরুমালা মন্দিরে যাবার দুটি ঘাটের রাস্তা৷ আলিপিরি থেকে মন্দির যাওয়ার সিড়িটিও ধসের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার জলে প্লাবিত তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দরও। জল ঢোকায় গতকাল থেকেই তিরুপতি বিমানবন্দরে বিমান ওঠা নামা বন্ধ করে দিয়েছেন কর্তপক্ষ৷ 

তিরুমালার মন্দিরে আটকে পড়া পুণ্যার্থীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন কিনা তা বলা সম্ভব নয়৷ ভূমিধসে ক্ষতিগ্রস্ত নারায়ণগিরি গেস্ট হাউসের তিনটি ঘর। তবে ভাগ্যক্রমে সেই সময় ওই ঘরে  কোনও অতিথি না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি৷ ওই গেস্ট হাউসের সমস্ত অতিথিদের অন্য একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে৷

স্বর্ণমুখী নদীর জলে প্লাবিত রাস্তা৷ অঞ্জনাপুরমের রেনিগুণ্টা-কাডাপা হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকা ব্রিজটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ওই ব্রিজের মাঝে আবার আটকে পড়েছে একটি ট্রাক৷ পুলিশ উদ্ধারকার্য শুরু করেছে৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ড৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *