মিটল গুজরাট ভোট, উঠবে কি গেরুয়া ঝড়? মিলছে ইঙ্গিত

মিটল গুজরাট ভোট, উঠবে কি গেরুয়া ঝড়? মিলছে ইঙ্গিত

গান্ধীনগর: গুজরাতের মোট ১৮২টি বিধানসভার আসনের মধ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে ১ ডিসেম্বর। সোমবার দ্বিতীয় দফার ভোটদান সম্পন্ন হল। জানা গিয়েছে, এদিন ভোট পড়েছে ৫৮.৪৪ শতাংশ। বিকেল ৩টে পর্যন্ত ভোটের শতাংশ ছিল প্রায় ৫১-র কাছাকাছি। দিনের শেষে তা ৬০ শতাংশ হয়নি। প্রথম দফার ভোটের হার নিয়ে বিজেপি শিবিরে কিছুটা ধোঁয়াশা ছিল বটে কিন্তু ভোট শেষে আর তেমন চিন্তা নেই। কারণ ইতিমধ্যেই একাধিক এক্সিট পোল বলছে, গুজরাটে উঠছে গেরুয়া ঝড়।

আরও পড়ুন- প্রকাশ্য বাজারে কোপের পর কোপ, কাটা হল মহিলার স্তন! আততায়ীর নাম জানিয়েই মৃত্যু তরুণীর

বিজেপি না কংগ্রেস, শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আপাতত যদি এক্সিট পোলের কথা ধরা যায় তাহলে গুজরাট হচ্ছে গেরুয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের বুথফেরত সমীক্ষা বলছে, ১৮২ আসন-বিশিষ্ট বিধানসভায় ১৬৭ টি আসন জিততে পারে বিজেপি। অর্থাৎ একেবারে গেরুয়া ঝড়। আর আম আদমি পার্টি কংগ্রেসকেও ছাপিয়ে যাবে। বলতেই হচ্ছে, সমীক্ষার হিসেব বাস্তবে মিলে গেলে আসন্ন লোকসভার আগে আবার চাপ বাড়বে কংগ্রেসের।

তবে কি কংগ্রেস তাদের শক্তি বাড়াতে ব্যর্থ হল মোদী রাজ্যে? গত তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় আসতে পারেনি ‘হাত’ শিবির৷ পদ্ম উপড়ে সে রাজ্যের রাজ্যপাট দখলে মরিয়া হয়ে উঠেছে তারা৷ কিন্তু এই নির্বাচনেও তারা যে কিছু লাভ করতে পারবে না সেই ইঙ্গিত মিলছে আপাতত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =