প্রকাশ্য বাজারে কোপের পর কোপ, কাটা হল মহিলার স্তন! আততায়ীর নাম জানিয়েই মৃত্যু তরুণীর

প্রকাশ্য বাজারে কোপের পর কোপ, কাটা হল মহিলার স্তন! আততায়ীর নাম জানিয়েই মৃত্যু তরুণীর

 ভাগলপুর: নৃশংস! ভরা বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এক তরণীর উপর চড়াও হল এক যুবক। তার পর ওই অস্ত্র দিয়ে একের পর এক কোপে কেটে ফেলা হল ওই তরুণীর স্তন। ধারলো অস্ত্রের কোপে কেটে ফেলা হয় তাঁর হাত, পা এবং কানও। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন- সাত সকালে পুরীর কাছে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল ঢাকা-সহ বাংলাদেশের একটা অংশ

এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী বিবাহিত ছিলেন। নিয়মিত বাজারে যাওয়া-আসা ছিল তাঁর৷ গত শনিবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়েছিলেন তিনি। সে সময় একটি পাত্রের মধ্যে ধারালো অস্ত্র লুকিয়ে বাজারে হাজির হন মহম্মদ শাকিল নামে ওই অভিযুক্ত যুবক। 

পুলিশ জানিয়েছে, সকলের চোখের সামনে ওই তরুণীর উপর হামলে পড়েন শাকিল। এর পর ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ মারতে থাকেন তিনি। কেটে নেওয়া হয় তাঁর স্তন। তার পর তাঁর দুই হাত, দুই পা এবং দুই কান কেটে নেয় শাকিল৷ শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ বসায় সে৷ 

তরুণীকে রক্তাক্ত করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান শাকিল। তরুণীকে কাতরাতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা৷ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে  মায়াগঞ্জের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যায়৷ কিন্তু চিকিৎসার মাঝেই মৃত্যু হয় ওই তরুণীর। তবে মৃত্যুর আগে ওই তরুণী তাঁর ঘাতকের নাম পুলিশকে জানিয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর৷ তাঁর বয়ানের ভিত্তিতেই অভিযুক্ত শাকিলের খোঁজ শুরু করেছে পুলিশ৷